আমাদের কথা খুঁজে নিন

   

আটলান্টিকের বুকে আরোগ্য নিকেতন

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

আটলান্টিক মহাসাগরের বুকে সাতটি দ্বীপ নিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জ। এরই একটি টেনেরিফ দ্বীপ। টেনেরিফে আছে দুটো বিমানবন্দর। একটা উত্তরে, একটা দক্ষিণে। এই দ্বীপের জনহীন জায়গায় সমুদ্র ঘেঁষে দু’চারটে বাড়ি রয়েছে।

এসব বাড়ির সামনে বাঁধানো চত্বর অনেক নিচে উš§াদ সমুদ্রের উদ্দাম ঢেউ এসে আছড়ে পড়ে পার্বত্য দেয়ালে। স্পেনের টেনেরিফ দ্বীপের দক্ষিণাঞ্চলে যেমন দিনের বেশিরভাগ সময় ঝকঝকে রোদ, উত্তরাঞ্চলে তেমন নয়, সেখানে রোদের চেয়ে বেশি মেঘ, বেশি বৃষ্টি, বাতাসের আর্দ্রতাও অনেক বেশি। শুধু তাই নয়, উত্তরাঞ্চলে প্রচুর গাছপালা ও বনস্পতি গাছ রয়েছে। এখনও ইউরোপের ডাক্তাররা, বিশেষ করে ব্রিটিশ ও ডাচ চিকিৎসকরা তাদের রোগীদের উত্তর টেনেরিফে হাওয়া বদলের পরামর্শ দেন। বার্ধক্যজনিত বা রক্ত চলাচলঘটিত অসুখ-বিসুখে প্রাচীন এই দ্বীপের উত্তরাঞ্চল এখনও প্রাকৃতিক আরোগ্য নিকেতন।

টেনেরিফের দক্ষিণ দিক হয়ে উত্তরের দিকে এগুলে দেখা মেলে রোদ কম, মেঘ বেশি কখনও বা এই মেঘ, এই রোদ, এই শীত, এই হালকা গরম। সবুজ পাহাড় আছে। রাস্তার ধারে রক্তকরবী, শ্বেতকরবী, হলুদ করবীর সারির যেন শেষ নেই। পথ চলতে চলতে একসময় সামনেই দেখা মেলে ঘোর কৃষ্ণবর্ণ মহাসমুদ্র। কালো বালুকাবেলার পাশেই মাইলের পর মাইল বামনাকার কলাগাছের সারি।

কলাকে এখানে বলে প্লাতানো। কলাই টেরেনিফ দ্বীপের প্রধান ফল। ক্যানারি দ্বীপপুঞ্জের বাকি ৬টি দ্বীপ হলÑ লা গোমেরা, লা পালমা, এল হিয়েররো, গ্রান কানারিয়া, ফুয়ের্তে ভেনতুরা এবং লান সারারোতে। এর মধ্যেই টেনেরিফ সবচেয়ে বড়। স্পেনের সবচেয়ে উঁচু পাহাড় টিয়েডে বা তেইদে।

এটি টেনেরিফের প্রায় মধ্যস্থলে। এখানে রয়েছে দীর্ঘ পাহাড়িপথ। রুক্ষ পাহাড়িপথ কোথাও আদিম অরণ্যের মধ্য দিয়ে, কোথাও খোলা প্রান্তরে। দীর্ঘ পাহাড়িপথ পেরিয়ে টিয়েডে পৌঁছা যায়। ক্যানারিয়ান মানুষ খুবই অতিথিবৎসল।

খোলামনের সহƒদয় মানুষ। নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে। এখানকার এক দ্বীপ থেকে আরেক দ্বীপে জাহাজে যাওয়া যায়। প্রতিটি দ্বীপই খুব সুন্দর। রাত দশটা-এগারোটাতেও একা একা নিশ্চিন্তে রাস্তায় ঘোরা যায়।

পর্যটক যারা যান তারা আটলাান্টিকের তীরেই বসে থাকেন। সমুদ্র, পাহাড়, আকাশ এবং তাদের অপরূপ রঙ বদল আর এই নিষ্কলুষ নির্জনতা খুঁজে পাওয়া যায় ক্যানারিয়ান পুঞ্জের প্রতিটি দ্বীপে। যে জন্য এই দ্বীপপুঞ্জকে বলা হয় ‘স্বাস্থ্যকর স্থান’। View this link লিয়াকত হোসেন খোকন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।