আমাদের কথা খুঁজে নিন

   

আমার আটলান্টিকের জল পরী

আমার আটলান্টিকের জল পরী তুমি এসে ছিলে এই হৃদয় মাঝে পূর্ণিমার কোনও জল জোছনায় জল তরঙ্গের কোনও ঊর্মি মালায় ভালবাসার নীল আবেশ নিয়ে। এঁকেছিলে স্বপ্ন রঙধনুর খেয়ালি রঙে বলে ছিলে কথা নয়নে নয়নে সংগোপনে স্নিগ্ধ কোমল বাতায়নে চুপিসারে আনমনে আবছা সন্ধ্যা মালতীর মেঘ মালায় সুখ পরশ ছুঁয়ে ছিলে ফেরারি আমায় প্রানের বাঁধনে বেঁধে ছিলাম তোমায় আবেগী স্পরশিত বোকা ভালবাসায় ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।