মাটির মানুষ বিধর্মী @ এজহারুল এইচ শেখ বদনার নলে পাইপ লাগিয়ে, অনন্তকাল ধরে মৌলবাদী টানে, এক প্যাক, দুই প্যাক............। মাতালের নেশা সকাল গেলেই শেষ, বদনার নেশায় হেরোইন ধমনীতে বয়ে যায়, রক্তের শিরায় সাপের খোলোস মোচন হয়! সাপের ভয়ে মা মুখে সুপোরি পর্যন্ত ছুঁতে দেয় না, পান তো দূরের কথা..........! মা হেলনায় ঝুলতো আর বলতো.......... মুচি পাড়ার মুচি রাই নাকি মদ খায়,যারা জুতো সেলাই করে ওরা না! ওরা ভাত খায়,মদ খায় না! মুচি দেখলেই কেন্নো আজও লাটাই-এর সুতো টেনে চলে........ আমি সাত সমুদ্রের জল নিয়ে, জলের গম্বুজ বানাতে চেয়েছিলাম, কিন্তু কান্নার সময় চোখের জল আটকাতে পারিনি,দেহ-তাপে শূন্য হয়ে যায়..........! শূন্যপাত্রে পাঠশালায় যাওয়ার আগে,অজুর জল,গঙ্গার জল,টেমসের জল,রেখে গিয়েছিলাম…,....... এসে দেখি রোদ-তাপে উবে গিয়েছে! পড়ে থাকে শুধু শূন্যতায়, শূন্য পাত্র,জোহার,বাঁদনা, করম,মকর,রহিন,........ মেঘ,রৌদ্র,শস্য,পাহাড়,প্রকৃতি-নারী… এই ধারকের নাম কি জানি না… গোল টুপি বলে কাফের,পৈতে বলে অজাত, মানুষের তবে কি ধর্ম! কি জাত! @ Home, Date-28/02/13 Time-10:34pm
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।