আগের পোস্ট Click This Link
আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হিসেবে ইসলামী সাহিত্য, সংস্কৃতি, ইসলামী গবেষণা, প্রকাশনা ইত্যাদীর জন্য ইসলামিক ফাউন্ডেশন নামে একটি বৃহৎ প্রতিষ্ঠান রয়েছে। যার উদ্দেশ্য ইসলামী সাহিত্য, সাংস্কৃতি চর্চা। প্রকাশনার মাধ্যমে ইসলামী তাহজীব তামাদ্দুন মানুষের কাছে পৌছে দেয়া। এব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের সুখ্যাতি রয়েছে। আবার ক্ষমতাবলে সেই ইসলামিক ফাউন্ডেশন কে ইসলামের উপর আঘাত হানার হাতিয়ার হিসেবে ব্যবহারের ঘটনা অনেকের অজানা নয়।
╚►♫♫♫ ইসলামী সংস্কৃতি চর্চা হিসেবে হাম্দ, নাত, ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ঐতিহ্য ধরে রেখেছিল। কিন্তু ২০০৮-২০০৯ থেকে সেখানে ইসলামী সংস্কৃতির স্থান দখল করে নিয়েছে ইসলাম বিরোধী নাচ-গান।
♫ ১৭ মার্চ ২০১০ সালে দাওয়াত করা হয় কাঙ্গালিনী সুফিয়াকে। তার সাথে ইফার ডিজি আফজাল করমর্দন করে স্বাগত এবং কৃতজ্ঞতা জানান। সে একতারায় সুর তুলে হেলে-দুলে, নেচে-গেয়ে উপস্থিত ইমাম-মুয়াজ্জিন, অভিভাবক-শিক্ষার্থীদের কে বিব্রত অবস্থায় ফেলে।
♫♫ ১২,১৩ ও ১৪ এপ্রিল ২০১০ ইফার ঢাকা বিভাগীয় কার্যালয়ে জাতীয় শিশু কিশোরদের প্রতিযোগিতা অনুষ্ঠানে হাম্দ নাতের বিচারক হিসেবে আনা হয় আঁখি আলমগীর সহ এমন শিল্পীদের যারা ইসলামী সঙ্গীতের সাথে পরিচিত নন।
♫♫♫ সব চাইতে জঘন্য ঘটনা ঘটে ২৭ নভেম্বর ২০১০ সালে। আগারগাঁওয়ে ইফার ইমাম প্রশিক্ষণ পরিদর্শন করতে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। তাদের সম্মানার্থে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। ঠিক জোহরের আজান শুরু হলে শিক্ষারত ইমামদের সামনে মার্কিন তরুণ-তরুণীদের দ্বারা অশ্লীল ব্যালে নৃত্য প্রদর্শন করায় ইফা ডিজি আফজাল।
তাৎক্ষণিকভাবে হতভম্ব হয়ে যান উপস্থিত ইমাম ও কর্মকর্তাগণ। মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার দৃশ্য। সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। বিভিন্ন ইসলামী সংগঠনের আন্দোলনের তোপের মুখে ইফার কর্তৃপক্ষ জানান এটা ছিল সুইং ড্যান্স। অথচ দুই তরুণ-তরুণীর জড়িয়ে ধরে অশ্লীল ড্যান্স প্রদর্শনকে যে ড্যান্সই বলা হোক না কেন, ইসলামী প্রতিষ্ঠান হিসেবে তা ছিল অনাকাঙ্খিত ঘটনা।
যেহেতু নাচ, গান, নাটক, ফিল্ম ইত্যাদীর জন্য দেশে অনেক ব্যবস্থা আছে। সেখানে গিয়ে ব্যালেড্যান্স, ব্রেকড্যান্স, সুইংড্যান্স এ টু জেড সব করা যায়। তাহলে তা ইসলামিক ফাউন্ডেশনে করার উদ্দেশ্য কি?
---পরের পোস্ট >>>
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।