আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের কমিটি নিয়ে তিন পক্ষের তালিকা!

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখায় বিভক্তি জিইয়ে রেখেই নতুন কমিটির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেকেই অনুগতদের ছাত্রলীগে পদ পাইয়ে দিতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভক্ত নগর আওয়ামী লীগের তিন পক্ষই প্রস্তাবিত খসড়া কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিয়েছে। এ নিয়ে নেতা-কর্মীদের শঙ্কা, ১৪ জুলাই ঘোষিত চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি যে প্রক্রিয়ায় ঘোষণা দেওয়া হয়েছে, নগর ছাত্রলীগের কমিটির ক্ষেত্রেও যদি সেটি হয়, তাহলে বিভক্তি ও দলীয় কোন্দল আরও বাড়বে। তখন বিভক্তির বিস্ফোরণ ঠেকানো কঠিন হয়ে যাবে। তবে কেন্দ্র বলছে, তিন তালিকার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নগরের দায়িত্বশীল নেতারা বলছেন, ঈদের আগেই কেন্দ্র কমিটি ঘোষণা দিতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে। জানা যায়, ২০০৩ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন হয়। ১০১ সদস্যের কমিটির প্রত্যেকের বয়স ২৯ বছর ও ছাত্র হওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু কমিটি গঠনের সময় এ নিয়ম মানা হয়নি। ছাত্রত্ব নেই ও ২৯ বছরের বেশি বয়সী অনেকেই দায়িত্ব পান। দুই বছর দায়িত্ব পালনের জন্য কাউন্সিল করা হলেও নগর কমিটির মেয়াদ বর্তমানে ১০ বছর। এদিকে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠনের লক্ষ্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১০১, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ৭০ এবং নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ৪০ জনের একটি খসড়া তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। আফসারুল আমীনের অনুসারী সরকারি সিটি কলেজের নেতা বোখারি আজম বলেন, আমরা চাই প্রকৃত ছাত্রদের দিয়েই নগর কমিটি গঠন করা হোক। এক পেশে কমিটি দিলে সংগঠনে কোন্দল ও বিভক্তি আরও বাড়বে। আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক সভাপতি শাহেদ মিজান বলেন, বর্তমান কমিটিতেও ছাত্রত্ব নেই এমন অনেক নেতা রয়েছে। আমরা এ ধারার পরিবর্তন চাই। মনোনয়নপ্রত্যাশী ছাত্রনেতা ফয়সাল বাপ্পী বলেন, সব পক্ষের সমন্বয়ে কমিটি করা হলে কোন্দল কমবে। ছাত্রলীগ নগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদের আগে নগর কমিটি ঘোষণার সম্ভাবনা আছে। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তিন তালিকা প্রসঙ্গে তিনি বলেন, বয়স ও ছাত্রত্ব দেখে আমরা ১০১ জনের একটি তালিকা পাঠিয়েছি। কেন্দ্র এ তালিকা থেকেই কমিটি চূড়ান্ত করবে। তবে পক্ষ-বিপক্ষের বিষয়টি কেন্দ্র বিবেচনা করবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.