আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে বুড়িচংয়ের নিমসার পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় মালবাহী একটি ট্রাক ও ১টার দিকে কুটুম্বপুর এলাকায় একটি লরি বিকল হয়ে যায়। এতে গাড়ি চলাচল বন্ধ এবং এলোপাতাড়িভাবে গাড়ি চলাচলের কারণে এই যানজটের সৃষ্টি হয়। গতকাল দুপুর দেড়টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মহাসড়কের চান্দিনার মাধাইয়ায় একটি ট্রাক ও কুটুম্বপুর এলাকায় একটি লরি বিকল হয়ে যায়। খবর পেয়ে রাতেই গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়। অতিরিক্ত গাড়ির চাপ ও এলোপাতাড়িভাবে গাড়ি চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ দুপুরের দিকে যানচলাচল স্বাভাবিক করে। তবে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.