ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর ওপর সোমবার গভীর রাতে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। বিশেষ করে যাদের সঙ্গে রোগী, বৃদ্ধ বা শিশু রয়েছেন তাদের দুর্ভোগের অন্ত নেই। রোগীবাহী অ্যাম্বুলেন্সও এ সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে। ৫ মিনিটের রাস্তা পেরোতে ৫ ঘণ্টা লাগছে। মহাসড়কে যানজটের কারণে সংযোগ সড়ক গৌরীপুর-হোমনা, গৌরীপুর-মতলব ও গৌরীপুর-কচুয়া সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত-দিন ব্যাপী যানজট, বৃষ্টি ও ভ্যাপসা গরমে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বহু যাত্রী ও শিশু পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ে। যানজটের কারণে ঢাকা থেকে কুমিল্লায় যেতে ৮-১০ ঘণ্টার মতো লাগছে বলে যাত্রীরা জানান। যাত্রীরা বলেন, এভাবে যানজট লেগে থাকলে ঈদে ঘরমুখো মানুষকে রাস্তায় ঈদ করতে হবে। যাত্রীরা এর জন্য গাড়ি রাস্তায় বিকল হয়ে যাওয়া, সড়ক দুর্ঘটনা, রাস্তার বেহাল দশা, রাস্তার ওপর অবৈধ গাড়ি পার্কিং, অবৈধ দোকানপাটকে দায়ী করেছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জন আসাদ মহাসড়কে ৭০ কিলোমিটারের অধিক যানজটের ঘটনা নিশ্চিত করেন। হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা সকাল ৭টার দিকে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলি। মহাসড়কের ভবেরচর হাইওয়ে সার্জন সাইফুল বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতেই পরিবহন ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ফিটনেসবিহীন গাড়িগুলো নামিয়ে দেওয়ায় এগুলো রাস্তায় বিকল হয়ে সড়কে যানজটের সৃষ্টি করছে। বাসযাত্রী জামাল উদ্দিন জানান, সোমবার রাত ১১টায় মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে যানজটে আটকা পড়ে ভোররাত সাড়ে ৪টায় দাউদকান্দি টোল প্লাজায় পেঁৗছি। পাউরুটি-কলা খেয়ে সেহরি সেরেছি। স্থানীয়রা জানায়, মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুরে রাস্তার দুই পাশে ও উপরে অবৈধভাবে গড়ে ওঠা বাস, মাইক্রো, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার স্ট্যান্ড এবং দোকানপাট যানজটের একটি কারণ। স্থানীয়রা আরও জানায়, মহাসড়কের গৌরীপুরে চার লেন প্রকল্পের কর্মকর্তারা একটি কালভার্ট নির্মাণ করে রাস্তায় পিচ ঢালাই না দিয়েই বালু আর পাথর ফেলে যানবাহন চলাচলের জন্য খুলে দেন। এতে ওই রাস্তা দিয়ে কাভার্ড ভ্যান, লরি ও ভারী মালামাল বহনকারী যানবাহন চলাচলের সময় চাকা দেবে বিকল হয়ে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজটের। এ ছাড়াও ওই অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।