আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দি ছবির আমদানিকারককে উকিল নোটিস

হিন্দি ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজকে উকিল নোটিস দিয়েছে চলচ্চিত্র পরিবার।

পরিবারের আহ্বায়ক শহীদুল ইসলাম খোকন প্রতিষ্ঠানটির কর্ণধার মো. ইফতেখার উদ্দিনের কাছে এই নোটিস পাঠিয়েছেন। নোটিসে বলা হয়, নয়টি হিন্দি ছবি আমদানির বিষয়টি ভুয়া কাগজ সৃজন করে করায় এটি কূটকর্মের মধ্যে পড়ে। আমদানিকারক প্রতিষ্ঠান এই জটিলতার প্রতিকার চেয়ে হাইকোর্ট ডিভিশনে একটি রিট করে (নং ৫৭৩১/১০)। পরে নয়টি হিন্দি ছবির আমদানির কাগজ সৃষ্টি করে আরও একটি রিট দায়ের করে (নং ৯৯৩৮/১০)। দায়েরকৃত এই রিট মোকদ্দমার চূড়ান্ত শুনানি অন্তে ডিসচার্জ হওয়ার সম্ভাবনা থাকায় শুনানি নিষ্পত্তি হওয়ার আগেই ভিন্ন কৌশলে আমদানিকৃত চলচ্চিত্রগুলো ছাড়ের অপচেষ্টা করা হচ্ছে। যা কোর্ট অবমাননার শামিল। ফলে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.