আমাদের কথা খুঁজে নিন

   

১০ দিন আগের টিকিট শেষ ১০ মিনিটেই!

ঈদের টিকিট বিক্রি শেষ হয়েছে গত ৩০ জুলাই। যাত্রী স্লিপের মাধ্যমে ঈদের টিকিট সংগ্রহ করতে হয়েছে। কিন্তু ঈদের পরের দিনের টিকিট (১১ আগস্ট) বিক্রি হয়েছে যাত্রী স্লিপবিহীন। গতকাল তূর্ণা নিশিথা, গোধূলীর ১১ আগস্টের দশ দিন আগের টিকিট ১০ মিনিটেই শেষ হয়ে গেছে। ফলে অধিকাংশ যাত্রী দীর্ঘ লাইন ধরেও টিকিট না পেয়ে হতাশ হয়েছেন বলে অনেক যাত্রীর অভিযোগ। আজম নামের একজন যাত্রী বলেন, আগামী ১১ আগস্টের টিকিটের জন্য গতকাল সকাল ৯টায় গিয়ে লাইন ধরেছিলাম। কিন্তু তখন আমার সামনে লাইনে প্রায় ৫০ জনের ওপরে ছিল। ৯টা ২০ মিনিটে দেখলাম টিকিট শেষ হয়ে গেছে। পূর্বাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বেলাল উদ্দিন ১০ মিনিটেই টিকিট শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, এত দ্রুত কাউন্টার থেকে টিকিট শেষ হবে তা কীভাবে সম্ভব। তবুও বিষয়টি এখন (গতকাল রাত সাড়ে ৭টা) খবর নিয়ে দেখছি। তবে কোনো ধরনের অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রেল সূত্রে জানা যায়, গতকাল সকালে চট্টগ্রাম রেলস্টেশনের চার নম্বর গোধূলী কাউন্টারে ছিদ্দিক ও তিন নম্বর তূর্ণা নিশিথা কাউন্টারে ছিল ইবরাত এবং কাউন্টারের ভেতরে দায়িত্ব পালন করেন সহকারী বাণিজ্য কর্মকর্তা (এসিও) আবুল কাশেম ও প্রধান বুকিং সহকারী রায়হান আলী। তবে এর আগে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে কাশেম, রায়হানসহ কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করেছিল রেলওয়ে তদন্ত কমিটি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.