আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক কঠিন সময়ে রাষ্ট্রপতি হয়েছি

রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, আমি একটি কঠিন সময়ে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছি। নানা রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রতিনিয়ত আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। সাধারণ নির্বাচনের সময় দেখতে দেখতে কাছে চলে এসেছে। দেশের এই কঠিন সময়ে আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্মানের সঙ্গে পালন করতে পারি, আপনাদের মানমর্যাদা যেন অক্ষুণ্ন রাখতে পারি, সেজন্য পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে দোয়া করবেন। তিনি গতকাল বিকালে কিশোরগঞ্জ স্টেডিয়ামে তার সম্মানে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, আপনাদের কাছে বলতে দ্বিধা নেই- জীবনে আমি কখনো জ্ঞাতসারে অন্যায়কে প্রশ্রয় দিইনি। কারও উপকার করতে না পারি, ক্ষতির চিন্তা করিনি। সব সময় নিজের জেলার লোকজনের কথা ভেবেছি, তাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। তিনি কিশোরগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আপনারা আমার শেষ ভরসাস্থল। আপনাদের সঙ্গে মিলেমিশে বাকি জীবন পার করে দিতে চাই। দেখতে চাই একটি সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ।

গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভুঁইয়া কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুজিবুল হক এমপি, আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

দুই দিনের সফরে রাষ্ট্রপতি গতকাল কিশোরগঞ্জে আসেন। আজ বেলা ১১টায় গুরুদয়াল সরকারি কলেজ ও পরে জেলা আইনজীবী সমিতি তাকে সংবর্ধনা দেবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.