আমাদের কথা খুঁজে নিন

   

৩০ মিনিট বাড়ানো হলো প্রাথমিক সমাপনী পরীক্

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সীমা আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। চলতি বছর থেকে পরীক্ষার সময় দুই ঘণ্টার স্থলে আড়াই ঘণ্টা হবে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে। শিশুদের অসুবিধার কথা বিবেচনা করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বিষয়ের সময় বাড়ানো হয়েছে বলে আদেশে বলা হয়েছে। সময় বাড়ানোর ফলে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক নাজমুল হাসান খান বলেন, এবার প্রাথমিক শিক্ষা সমাপনীর সবগুলো বিষয়ে ২৫ শতাংশ করে যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারে সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এবার প্রতি বিষয়ে বইয়ের বাইরে থেকে ২৫ নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। কিন্তু গত প্রথম সাময়িকী ও মডেল টেস্ট পরীক্ষায় দেখা গেছে, শিশুরা দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে পারে না। এটা নিয়ে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষুব্ধ ছিলেন। এসব দিক বিবেচনা করে পরীক্ষার সময় বাড়ানো হলো। আগামী ২০ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এতে ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.