আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ড প্রতিনিধির চট্টগ্রাম ভেন্য

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করেছে। পরিদর্শনকালে তারা ভেন্যু, খেলোয়াড়-কর্মকর্তাদের থাকার হোটেল, নিরাপত্তাসহ যাবতীয় বিষয়ে খোঁজ নেয়।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজার মাইক স্যান্ডেলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সার্ভিসেস ম্যানেজার হেনরি মোর, নিরাপত্তা পরামর্শক সাম ডিকাসন, নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সিইও হিথ মিলস। পরিদর্শনকালে তারা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামের উইকেট, আউট ফিল্ড, ড্রেসিংরুম পরিদর্শন করেন এবং হোটেল ও নিরাপত্তা বিষয়ে খোঁজ নেন। এ সময় বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হেনরি মোর বলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় স্টেডিয়াম দুটি হবে দারুণ ভেন্যু।

আ জ ম নাছির উদ্দিন বলেন, আন্তর্জাতিক সব সুবিধা রয়েছে ভেন্যু দুটিতে। নিউজিল্যান্ড দল এর আগে হোয়াইটওয়াশ হওয়ায় এ নিয়ে খুবই উদ্বিগ্ন মনে হয়েছে প্রতিনিধি দলকে। তারা বার বার উইকেট পরীক্ষা করে দেখছিলেন। ভেন্যু দুটি দেখে তারা খুবই খুশি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.