আমাদের কথা খুঁজে নিন

   

আট মিনিটেই মিনুর গণসংযোগ শেষ

বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বগুড়া সদর উপজেলা নির্বাচনে বিএিনপির প্রার্থীদের পক্ষে ৮ মিনিটেই গণসংযোগ শেষ করলেন। ৮ মিনিটের মধ্যে প্রায় ৪ মিনিট ছিল ফটো সেশন। এ নিয়ে দলের মাঠপর্যায়ের কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের মাটিডালি মোড়ে দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগ শুরু করেন মিজানুর রহমান মিনু। চেয়ারম্যান প্রার্থী আলী আজগর তালুকদার হেনা, ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ মিটুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা আক্তারের পক্ষে প্রচারণার সময় সেখানে আলোকচিত্র সাংবাদিকরা তার ছবি ধারণ করতে থাকে। ছবি ধারণ শেষ করা মাত্রই মিনু দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। তখন ঘড়িতে বেলা ১১টা ৩৮ মিনিট। খুব দ্রুত গণসংযোগ শেষ করায় কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.