পবিত্র রমজান মাস আমাদের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই এই মাসে যেন বেশি বেশি করে আল্লাহর স্মরণে থাকতে পারি আর ইবাদাত বন্দেগী করতে পারি। কিন্তু, অনেক সময়ই ঘরের বাইরে আমাদের বেশ কিছু অসুবিধার সম্মুক্ষীন হতে হয়। যেমন ধরুন: কোথাও বেড়াতে গেলেন, তখনি নামাজের সময় হয়ে গেলো। চেনেন না নিকটস্থ মসজিদ বা, কিবলা কোন দিকে তা গুলিয়ে ফেলেছেন।
আশেপাশে জিজ্ঞেস করার মতোও কেউ নেই সময়মত। কি করবেন তখন?
আপনার এমন অসুবিধার কথাগুলো চিন্তা করেই বাংলাদেশ ভিত্তিক মোবাইল অ্যাপস্ নির্মাতা প্রতিষ্ঠান "মোবিও অ্যাপ" আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য নিয়ে এলো বিশেষ এক ইসলামিক অ্যাপ্লিকেশন "সালাত রমজান মসজিদ"। এই অসাধারণ অ্যাপটিই হয়ে উঠতে পারে আপনার ধর্মীয় কাজ আদায়ের বিশেষ সহযোগী। দেশীয় প্রেক্ষাপট অনুযায়ী এর ডিজাইন করা হয়েছে বিধায় এটি ব্যবহার করে আপনি পুরোপুরিই লাভ উসুল করতে পারবেন।
সম্পূর্ণ বাংলাদেশী অ্যাপ্লিকেশন হিসেবে এটি খুব সূক্ষ্মভাবে আপনার অবস্থান চিহ্নিত করে নামাজ, ইফতার ও সেহরীর সময়সূচী জানিয়ে দিতে পারে।
এছাড়াও প্রথমবারের মত চমৎকার কিছু সুবিধা নিয়ে এসেছে মোবিও অ্যাপের এই অ্যাপ্লিকেশনটি। তাহলে, চলুন ঘুরে দেখা যাক এর ফিচার সমূহ:
“সালাত রমজান মসজিদ” অ্যাপ্লিকেশনটির মূল ইন্টারফেসের শুরুতেই রয়েছে নামাজের সময়সূচী “Salah Time” জানার অপশন। এই অপশনে ক্লিক করলেই অ্যাপটি নিজে থেকেই আপনার অবস্থান জিপিএস এর মাধ্যমে নির্ণয় করে আপনাকে জানিয়ে দেবে সেই এলাকা অনুযায়ী নামাজের সময়সূচী। শুধু নামাজের সময়সূচীই নয়, এটি আপনাকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও প্রায় নিখুঁতভাবে জানাবে। আরও জানাবে, এখন কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তিতে কোন ওয়াক্তের জন্য আপনি অপেক্ষা করছেন।
আরও বড় একটি সুবিধা হলো, এই অ্যাপটি আপনার মোবাইলকে নামাজের সময় অনুযায়ী সয়ংক্রীয়ভাবে সাইলেন্ট কিংবা, ভাইব্রেট মোডে নিয়ে যাবে। তাতে, নামাজের আগে বারবার নিজের ফোন সাইলেন্ট করার ঝামেলাটুকু আর থাকবে না।
"সালাত রমজান মসজিদ" এর দ্বিতীয় ধাপই বলে দিচ্ছে এর পরবর্তী কাজ। আপনার সেহরী ও ইফতারে সময়সূচী পাচ্ছেন এই অ্যাপটিতে। তবে, রমজান মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল, সেহেতু এবারও অ্যাপটি জিপিএস এর মাধ্যমে আপনার অবস্থান নির্ণয় করবে এবং আপনার এলাকার চাঁদ দেখার দিন অনুযায়ী রমজান শুরু হবার তারিখ নির্ণয় করে সেই অনুযায়ী সেহরী ও ইফতারের সময়সূচী আপনাকে জানিয়ে দেবে।
তবে, যদি কোন কারণে আপনার ফোনের দুর্বল জিপিএসের কারণে আপনার এলাকা খুঁজে না পায়, তবে আপনি চাইলে সেটিংস থেকে রমজান শুরু হবার দিনটি নিজেই সঠিকভাবে চিহ্নিত করে দিতে পারেন।
যেমনটি উপরে বলছিলাম, কোন কাজে বা, বেড়াতে গিয়েছেন কোথাও, আর নামাজের সময় হয়ে গেলে দেখলেন - কোথায় মসজিদ তাই জানেন না। যদি, "সালাত রমজান মসজিদ" অ্যাপটি তখন আপনার স্মার্টফোনে থেকে থাকে, তবে কোন চিন্তাই নেই। এটি জিপিএস ও ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আপনার আশেপাশে থাকা প্রায় সবগুলো মসজিদের নামই আপনাকে জানিয়ে দেবে। শুধু নামই নয়, গুগল ম্যাপ এর মাধ্যমে মসজিদগুলোর অবস্থানও চিহ্নিত করে দেবে এই অ্যাপটি।
এছাড়া চাইলে আপনি ম্যানুয়েল সার্চের মাধ্যমে দূরত্ব নির্ধারণ করেও মসজদির খোঁজ করতে পারেন। যেমন আপনি যদি "১০ কিলোমিটার" দিয়ে সার্চ করেন তাহলে সেই আওতার ভেতরে থাকা প্রায় সবগুলো মসজিদের নাম ও অবস্থান প্রায় নির্ভুলভাবে অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে।
এছাড়া কোন মসজিদ যদি ম্যাপে না থাকে কিংবা অ্যাপ্লিকেশনটি শনাক্ত করতে না পারে, সেক্ষেত্রে আপনি নিজেই মসজিদটিতে গিয়ে জিপিএস এর মাধ্যমে অবস্থান নির্ণয়ের পর সেটি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যুক্ত করে নিতে পারবেন। ফলে পরবর্তিতে অ্যাপ্লিকেশনটি আপনার যুক্ত করা মসজিদটিও ম্যাপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে।
নতুন কোথাও এসে কিবলা দিক গুলিয়ে ফেলেছেন? আশেপাশে জিজ্ঞেস করার মতোও কেউ নেই? আপনার দিকে এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই অ্যাপটি।
জিপিএস ও কম্পাসের মাধ্যমে এটি আপনার অবস্থান নির্ণয় করে খুব সহজেই আপনাকে দেখিয়ে দিতে পারবে কিবলা দিক।
বিনামূল্যে এ অসাধারন অ্যাপটি পেতে এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।