লিখতে ভুলে গেছি !!!
আমি উবুন্টু ব্যাবহার করতে চাই। আমি প্রায় ২ বছর আগে উবুন্টু ৮.১০-এর একটা সিডি পেয়েছি। সমু-তে উবুন্টু সম্পর্কে অনেক পোস্ট দেখে ভাবলাম যে আমিও ঊবুন্টু ব্যাবহার করব।কিন্তু সেট-আপ দেওয়ার পর কিচ্ছু বুঝতাছি না যেমনঃ- মনিটরের রেজুলেশন কোনোভাবেই ঠিক করতে পারছি না সব গুলো বড় বড় আইকন!!! আমি রেজুলেশন বাড়িয়ে কমিয়ে দেখেছি। কাজ হয় না আবার গান/ভিডিও কিছু দেখতে পাই না । অনেকেই পরামর্শ দিচ্ছে যে ১০.০+ ( অর্থাৎ আপডেট ভার্সনটা) অর্ডার করতে অথবা ডাউনলোড করতে / wubi- দিয়ে ইন্সটল করতে। আমি সব-পথেই চেষ্টা করেছি। উবুন্টু'র ওয়েব-এ সিডি'র অর্ডার করতে পারছি না কারণ পাসওয়ার্ড কোনোমতেই নিচ্ছে না( বার বার ৮ অক্ষরের একটা বিষেশ পাসোয়ার্ড চায়---আমি যেভাবেই দেই গ্রহণ করে না ) আর ডাউনলোডের কথা আমাদের বাংলাদেশের নেট স্পীডে!!! স্পীড বিষয়ে No Comment! ----
ভাই আমি এখন কি করতে পারি বলেন??? উবুন্টু ইউজার/জ্ঞানী-গুণী ব্যাক্তি-দের সাহায্য আমার খুব প্রয়জোন।
ভাই কেউ কি আছেন আমাকে সাহায্য করার মত ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।