হ য ব র ল কথামালা
অবশেষে ঢাকাবাসীর কপালে এই অপমানও জুটল । ভাবতেই অবাক লাগে ঢাকাকে আমরা আমাদের উদাসীনতায় আর অবহেলায় বসবাসের কতটা অনুপোযোগী করে তুলেছি । এখন দেশের বাহিরেও ঢাকার মান মর্যাদা বলতেও কিছু নাই , যেটুকু ছিল তাও চলে যাবার উপক্রম ।
যারা জানেন না তাদের জন্য বলা, ন্যাটজিওতে একটা পোগ্রাম হয় "ডোন্ট টেল মাই মাদার"। অনুষ্ঠানটির বিষয়বস্তু এরকম, বিশ্বের যেসব জায়গাকে হেল বলে সাধারনভাবে ধরা হয়, অনুষ্ঠানের হোষ্ট সেসব জায়গায় যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, মানে প্রকৃত অবস্থা বের করার চেষ্টা করে থাকে ।
এর আগের সিজনগুলাতে পাকিস্থান, আফগানিস্থান, ইরান, প্যালেস্টাইন, কঙ্গো এসব শহর নিয়ে প্রতিবেদন দেখানো হয়েছে ।
আজ রাত ১০.৩০ মিনিটে ন্যাটজিওতে "ডোন্ট টেল মাই মাদার" এর নতুন সিজন শুরু হচ্ছে এবং যা দিয়ে শুরু হচ্ছে তা হলো "ডোন্ট টেল মাই মাদার আই অ্যাম ইন ঢাকা"
ন্যাটজিও এই প্রোগ্রাম আমার ফেবারিট লিষ্টে সবসময়ই ছিলো । এতদিন প্রোগ্রামটা দেখে তৃপ্তির ঢেকুর তুলেছি যে ভাগ্যিস এসমস্ত জংলি শহরে জন্মাইনি। আজকে তাই ঢাকাকে একই কাতারে দেখে লজ্জা আর অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে । ঢাকার ভাবমূর্তি কতটা খারাপ অবস্থা হলে তাকে পাকিস্থান, আফগানিস্থান আর প্যালেস্টাইন, কঙ্গোর সাথে তুলনা করা হয় ।
যদিও অনুষ্ঠানটাতে এন্ডিং থিম থাকে যে "বাহির থেকে আমরা এইসব জায়গাকে যতটা খারাপ ভেবে থাকি আসলে তা নয়", তারপরও একজন ঢাকাবাসী বা বাংলাদেশি হিসেবে এই অপমান কি সহ্য করা যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।