"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."
বেশ ক'দিন আগেই বাবুনি সুপ্তি, সাদা চোখ আর জ্যাক স্প্যারোর পোস্ট দেখে বাংলা উইকিপিডিয়ার কর্মশালা সম্পর্কে অবহিত হই। উইকিপিডিয়া বিশেষ করে বাংলা উইকিপিডিয়া নিয়ে বহু আগে থেকেই আগ্রহ ছিল,কিন্তু সময় এবং জড়তার কারনে সেভাবে আর উইকি তে কাজ করা হয়নি, নিয়মগুলোও জানা ছিল না, কিন্তু ইচ্ছা ছিল বাংলা উইকিপিডিয়াতে কাজ করার , একটা একাউন্টও খুলেছিলাম, কর্মশালার কথা শুনে সেই মরিচা পড়া একাউন্ট খুলে কিছু লিখার চেস্টা করছিলাম, কিন্তু তখন আবিষ্কার করলাম উইকির নিয়ম কানুন কিছুই জানি না। তাই কর্মশালাতে যেতে বেশ আগ্রহী ছিলাম।
বিকেল তিনটায় শুরু হবার কথা ছিল, তাই সকাল সকাল সব কাজ সেরে নিলাম। আগেই রাষ্ট্রপ্রধান জানিয়েছিল তিনিও যেতে আগ্রহী , কিন্তু আজকে যেতে কেন জানি গড়িমসি করছিল, কিছুটা জোর করেই উনাকে নিয়ে রওয়ানা হলাম ২৭৮/৩ এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে।
ওপেন সোর্স এর ওফিসটা খুঁজে পেতে তেমন একটা সমস্যা হয় নাই, তবে পথে যখন শুনলাম ক্যামেরাম্যান আঙ্কেল আসবেন না তখন মনটা খারাপ হয়েই গেল।
যাই হোক খুঁজে খুঁজে যখন আমি ও রাষ্ট্রপ্রধান কর্মশালায় পৌছুলাম তখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটা বাজে, গিয়ে দেখলাম জনা পঞ্চাশেক লোক বসে আছে। আমরাও গিয়ে বসলাম , সবাই সবার পরিচয় দিচ্ছিলেন আমিও আমার পরিচয় দিলাম। সবার পরিচয় দেয়া শেষ হলে কর্মশালার প্রধান অংশ শুরু হল।
কর্মশালায় উপস্থিত ব্লগারগন।
বেলায়েত ভাই খুব সুন্দর করে একেবারে গোড়া থেকে বুঝানো শুরু করলেন। সবাই বেশ আগ্রহ নিয়ে শুনছিল, মাঝে মাঝে প্রশ্ন ও করছিলেন।
কর্মশালা শেষে ফটোসেশন
এর মাঝেই সুনিল সমুদ্রের আগমন, উনি আসায় অনুষ্ঠানটি যেন অন্য এক মাত্রা পেল, উনার বুদ্ধিদীপ্ত প্রশ্নে সবাই উইকি নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেল।
সুনিল সমুদ্র সাথে রাষ্ট্রপ্রধান।
কর্মশালার এক পর্যায়ে জ্যাক স্প্যারো উইকির বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু করেন, উনি মুলত কি করে উইকি কমন্স এ কি করে মিডিয়া ফাইল আপ করা যায় তা দেখালেন।
আমি মনোযোগ দিয়ে কি যেন পড়ছিলাম।
আসলে পুরো কর্মশালাটি ছিল বাংলা উইকিকে কি করে আরো সমৃদ্ধ করা যায় তা নিয়ে, বাংলা উইকিপিডিয়াতে কাজ করার তথা অবদান রাখার অনেক সু্যোগ আছে, আর আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য আর আমাদের গৌরবমাখা ইতিহাস তা বিশ্ববাসীকে জানানোর জন্য উইকিপিডিয়া একটা বিশাল মাধ্যম। আমাদের গৌরবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য আমাদের সকলকে একটু একটু করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে হবে।
তাই সকলের প্রতি বিনীত আবেদন রইল অন্তত আমরা যারা বাংলা ব্লগ কমিউনিটিতে জড়িত তারা একটু চেস্টা করলেই উইকিতে অবদান রাখতে পারি। আর উইকির ব্যবহারবিধি অত্যন্ত সহজ এবং সম্পূর্ন মুক্ত।
কারো প্রয়োজন হলে উইকির যেকোন বিষয়ে সাহায্যের জন্য বেলায়েত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।