অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই
লেখাটির উদ্দেশ্য রয়েছে। আমাদের দেশে যেখানে ৩ হাজার টাকা সর্বনিন্ম বেতনের দাবীতে শ্রমিকরা লাশ হয়। যেখানে MLM এর সু্ত্রটি কাজে লাগিয়ে কিছু অসৎ কোম্পানী দেশের সর্বত্র সর্ব শ্রেণীর মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীতে পরিনত হচ্ছে।
গত ১০টি বছর ধরে চলে আসা একটি ফাঁকি'র খেলা দেখতে দেখতে কিছুটা লজ্জা,অনেকটা হতাশা থেকেই ভাবলাম যেহেতু সামু ব্লগ রয়েছে সুতরাং দেখি না প্রতিবাদ করে! পরিবর্তন না হলেও নিজেকে সান্তনা দিতে পারবো বলে যে আমি তো প্রতিবাদ করেছিলাম। আমার লক্ষ লক্ষ ভাই-বোন যখন হাতে গোনা কিছু মানুষের চালাকীর কাছে পরাজিত তখন আমিও তো পরাজিতই।
পরাজয় মেনে নিয়েই প্রতিবাদ করবো যেন পরাজয়ের পালা শেষ হয়।
কালো জিরা নির্যাস বেঁচে আকাশে বিমান আর পাহাড়ে গাছ আবার টিভি চ্যানেল ক্রয় দেখেই এ লেখা।
গত দশকের শুরুতে ঢাকা শহরের মধ্যবিত্ত মহলে বিশেষ করে মাঝারি পদে'র সরকারি কর্মকর্তা, নবীন উদ্যোক্তা-ব্যবসায়ি ও শহরে বসবাসকারী বিশাল শিক্ষিত যুবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে Multi Level Marketing এর প্রথম ঢেউ লেগেছিল।
মোটামুটি ব্যর্থ, মধ্যবয়সী কিছু উদ্যোক্তা শহর জুড়ে মধ্যবিত্ত মহলে প্রচার করলো যে,একটি কোম্পানী থেকে ৫ হাজার টাকা'র পণ্য কিনে ভোক্তা কার্ড নিন এবং নতুন সদস্য যোগাড় করুন। MLM কি?কিভাবে কাজ করে? কোন সুত্রে চলে?এর সম্বন্ধে আইন কি বলে? এর ইতিহাস কেমন সে সব বিষয় এড়িয়ে যেয়ে শুধু বললো সদস্য হোন, সদস্য জোগাড় করুন,আপনি অনেক টাকা'র মালিক হতে যাচ্ছেন।
আধুনিক অর্থনীতি'র সুত্র বোঝা'র মত কষ্ট করার ঝামেলায় না যেয়ে ব্যক্তিগত পরিচয় ও বিশ্বাস থেকে আমন্ত্রনকারী'র উপর দায়িত্ব দিয়ে "চুপিচুপি" হাজার হাজার মানুষ বিভিন্ন MLM কোম্পানী'র সদস্য হয়ে গেল।
সবাই পরিচিতদের ধরে ২-৪ জন থেকে শুরু করে এবং যাদের জনসংযোগ ভাল তারা ১০-১৫ জন পর্যন্ত সদস্য জোগাড় করে ফেললো,কোম্পানী'র পণ্য কিনলো কিন্তু দিন যেতে যেতে দেখলো যে প্রক্রিয়ার 'লাভ' অর্জন করার কথা তা কোন ভাবেই পুরন করতে পারছে না।
যেহেতু কর্মপ্রক্রিয়ার সুত্রটাই বুঝতে পারছে না তাই ৫ হাজার টাকা'র বিনিময়ে দেখা বড়লোক হবার সপ্নটা আস্তে আস্তে ফিকে হয়ে গেল এবং যেভাবে শুরু সেভাবেই "চুপচাপ" MLM এর জগৎ থেকে বেড়িয়ে এল। বড় একটা কারন ছিল যে যারা এর পন্য কিনেছিল তাদের পন্যের দাম পরিশোধে যে টাকা দিয়েছিল তা মধ্যবিত্তের নানান পর্যায়ের দুর্নীতি মাধ্যমে আয়করা টাকা। নিজের বা স্ত্রী-সন্তানদের হাত থেকে চলে যাওয়া দুর্নীতি'র ৫ হাজার টাকার জন্য তাদের মায়া হয়নি তাই কোন "আওয়াজ করে নাই"
মফস্বলের ঘটনা কিন্তু এত চুপচাপ ছিল না।
কুমিল্লা'র একটি কোম্পানী জালিয়াতি করাতে মামলা-মোকদ্দমা ও বেশ শোরগোল ফেলেছিল। কারন সেখানে ছিল বিদেশে উপার্জিত পরিবারে'র সদস্য থেকে বা পরিবারে'র জায়গা-জমি'র আয় থেকে দেয়া ৫ হাজার টাকা। তাই তারা অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও আকাংক্ষিত 'লাভ' না পেয়ে চটেছিল কিন্তু হইচই-মামলা-ভাংচুর করেই শেষ কারন MLM এর সুত্র অনুযায়ী এটা তাদের নিজের ব্যর্থতা। শুধুমাত্র সঠিক MLM এর ধারনা না থাকায় এরা কোন ফলই পেল না।
শেষ দেশে গিয়েছিলাম গত বছরের গরমের ছুটি'র শেষ দিকে।
একদম হুট করে সিদ্ধান্ত নিয়ে গেলাম, গ্রামের বাড়ী গিয়ে দেখি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আমার চাচাতো ভাইটির মাঝে ব্যাপক ইতিবাচক পরিবর্তন, আগ্রহী হলাম এর কারন জানতে। এবং জানলাম যে সে নিয়মিত কিছু সেমিনারে অংশ নিয়েছে। সেখানেই নাকি এসব ভাল পোষাক-আশাক ও উচ্চ আকাংখার ইতিবাচকতা নিয়ে কথা হয় এবং কিছু বইও পড়তে বলা হয়।
তাহলে তো খুব ভাল! পৌরসভার বাইরের গ্রামগুলোতেও যুবকরা যাদের অধিকাংশ ডিগ্রি পাশ তারপরেও বেকার। এবং উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্র এসব সেমিনারে অংশ নিচ্ছে, যা শিখবে তা তাদের উদ্যোমী করবে ও সফলতার পথেই নিয়ে যাবে!
কিন্তু ভাল ততক্ষনই ছিল যতক্ষন ভালটাই দেখতে চেয়েছি।
এরপর ভাইয়ের বাকী কথা শুনে তো হাসি-কান্না-ক্ষোভ-হতাশা সব ধরনের অনুভুতি পেলাম।
আবার MLM আবার ডেস্টিনি ২০০০ প্রাঃ লিঃ!!!!
এখনো তারা সদস্য বানায়,এখনো সর্বনিন্ম ৫ হাজার টাকায় আক্ষরিক অর্থে অচল টাইপের পন্য বিক্রি করে চলছে। শহর,মফস্বল পেরিয়ে গ্রামে পৌছে গেছে।
১০ বছরে কত হাজার কোটি টাকা তাদের পকেটে গেল? বিনিময়ে দেশের মানুষ ঘরে ব্যাবহারের জন্য নিন্ম মানের কিছু পণ্য ছাড়া কি পেল?
ভেবে পাই না যে, কোম্পানীটি উড়োজাহাজ ব্যাবসায় নামছে,টেলিভিশন চ্যানেল কিনে ফেলছে,দেশে বিদেশে প্রচুর বিনিয়োগ করছে,পাহাড় কিনে রাখছে।
তারা যে অসহায়,অর্থে'র সপ্নে বিভোর লাখ লাখ মানুষের সৎ-অসৎ উপায়ে অর্জিত টাকাগুলো শুধুমাত্র ত্বাত্তিক সুত্রে'র সাহায্যে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে তা কি কেউ দেখে না?
কত হাজার কোটি টাকা চলে গেল তাদের হাতে??
কিভাবে এত বড় জনসংখ্যা একটি সুত্র পরিষ্কার ভাবে বুঝতে ব্যার্থ হলো??
কিভাবে এত মানুষ একই ভাবে প্রতারিত হল??
কিভাবে এখনো জাতীয় পর্যায়ে এর বিরোধিতায় কোন আলোচনা নেই??
টিভি-পত্রিকায় তো কোটি কোটি গবেষক,এত বড় অংকের টাকার জালিয়াতি রোধে কেন কোন সফল গবেষনা হয় না??
ব্লগ তো এখন বেশ শক্ত সামাজিক প্লাটফর্ম।
দুর্নীতি,সন্ত্রাস,নারী অধিকার,মানবাধিকার,গনতন্ত্র রক্ষা, বাজেট,সংসদ সব নিয়েই গঠনমুলক আলোচনা হয়। সেখানে এই কোম্পানি যে একক ভাবে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যাবসাগুলোতে ঢুকে যাচ্ছে!!!!! এর বিরুদ্ধে কি-বোর্ড ধরুন দয়া করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।