আমাদের কথা খুঁজে নিন

   

অকাল প্রসূত এক সুবর্ণ শিশু

তোমাকে ছাড়া বাচতে পারবো না.....

যুদ্ধে যুদ্ধে কাল কেটে গেছে ঢের শোনিত স্রোতে বিলক্ষণ কাটছে সাঁতার অকাল প্রসূত এক সুবর্ণ শিশু। অন্ধকার কেটে কেটে অন্ধকার সাঁতরে সাঁতরে সূর্যমুখি মানুষের দেশে এগুতে থাকে ক্রমশ; বিজন বালু চরে আটকে যায় চিন্তার প্রসূন তবুও কাটে না অন্ধকার, ভীষণ জ্বালিয়ে দিচ্ছে সবুজের সমারোহ, ঝুলে আছে যুদ্ধাপরাধের বিচার শুধুই খোঁজ খবর, টিভি’র টক শোতে জমকালো আড্ডা এতোসব দেখে শুনে মাটির গহ্বর থেকে হাসে শহীদান। অতএব এতো রক্ত ঋণ, অমূল্য অর্জন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।