সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
ফাইল দুটো ডা.আতিকের হাতে পড়ামাত্রই তিনি কথিত ল্যাবের সঙ্গে যোগাযোগ করলেন। গ্রামের বাড়ি পারমুয়া থেকে নাসরিন আক্তার মুন্নীকে আনা হলো। মুন্নী তখন নববধূ। তাকে নিয়ে তার মায়ের মতো আদরের বোনকে জেনেশুনে দুলাভাই মেরে ফেললেন? মুন্নীর দেহের রক্ত কথা বলে উঠল, শঠের পালস্নায় পড়ে সে যে একটা জীবনই শুধু নয়, একটা বিশ্বাস, এক বিশ্বকে ধ্বংস করে দিয়েছে! এ অপরাধবোধে সে এমনভাবে ভেঙ্গে পড়েছে, রুবেল আহমদকে সামনে পেলে সে খুনও করতে পারে।
শিরিন আক্তার শীলার মৃত্যুর কারণ সম্পর্কিত বিভিন্ন তথ্য, পোস্টমর্টেম রিপোর্ট, রোগ নির্ণয়ের নানান পরীক্ষা-নিরীক্ষা, প্যাথলজি রিপোর্ট, পুলিশ তদন্তô প্রতিবেদন, বিশেষজ্ঞ চিকিৎসক-সার্জনদের মতামত, মরহুমার ছোট বোন নাসরিন আক্তার মুন্নীর জবানবন্দি, সাড়্গীদের সাক্ষ্য ইত্যাদি দেখে ও পর্যালোচনা করে বিজ্ঞ দায়রা জজ গভীরভাবে ব্যথিত হয়ে বললেন, আমাদের বহু প্রাচীন সভ্য সমাজে আজ মানুষের ছদ্মবেশে এমন কিছু হিংস্র, ক্ষুধার্ত, রক্তলোলুপ নেকড়ে ঢুকে পড়েছে যারা এ সমাজটাকে তাদের হিংস্রতা আর বর্বরতা দিয়ে বন্য আদিমতায় ফিরিয়ে নিয়ে যেতে চায়।
কোনো রকম শিক্ষা, সংস্ড়্গৃতি, সভ্যতা, নীতি-শাস্ত্র এসব মনুষ্যরূপী বর্বরদের মন-মানসিকতা, আচার-আচরণের বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারছে বলে আমার মনে হয় না। তাদের লোভের লেলিহান জিহ্বা এবং কামুকতার কদর্যতার কাছে নারীত্ব, মাতৃত্ব, এমনকি আতুজ-আতুজার প্রতি বিন্দুমাত্র মমত্ববোধ ও শ্রদ্ধাবোধ নেই। সমাজ -অবক্ষয়ের মূর্ত প্রতীক এসব রুবেল আহমদেরা আমাদের সমাজের প্রতিটি গুরম্নত্বপূর্ণ প্রতিষ্ঠানে মহাদাপটের সঙ্গে বিরাজমান। তাই আমার জিজ্ঞাসা, কতজন ছদ্মবেশী রুবেল আহমদকে বিচারের কাঠগড়ায় তুললে এ সমাজ পাপমুক্ত হবে? আমরা জানি আইন মানুষের কল্যাণের জন্য, সমাজের শৃঙ্খলার জন্য আমাকে গভীর বেদনার সঙ্গে বলতে হচ্ছে, এই সমস্তô মানব-পশুদের একই আইন প্রয়োগের মাধ্যমে বিচার করাই আইনের বড় অবমাননা, অথচ বিচারকের আসনে বসে মানুষের ন্যায়-অন্যায়ের হালখাতা দেখতে গিয়ে রুবেল আহমদের মতো বিবরের পশুদের মুখও দর্শন করতে হচ্ছে বলে আমি ক্ষুব্ধ ও লজ্জিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।