আমি আরেকবার বেঁচে উঠতে চাই
বিবেকের গুঁতোয় অবশ এ জীবন ঝেড়ে
বাঁচার মত বাঁচতে চাই।
নিঃসাড়,নিস্পন্দ,নিঃশব্দ এ জীবন ছেড়ে
বাঁচার মত বাঁচতে চাই।
বাজাকারের সরকারি গাড়িতে
লাল সবুজের আর্তনাদ,চিৎকার
আমার কান বধির করে তোলে।
আমি কান বাঁচাতে দুহাতে চেপে ধরেছি।
পরীক্ষা হলে কাগজের লুকোচুরি,
টেবিলের নিচ দিয়ে টাকার আসা যাওয়া
দেখেও না দেখার ভান করেছি।
নারীর স্তন,যোনি পথে ঘাঁটে
প্রতিদিন থেতলে যেতে দেখেছি
আমি তা সহ্য করতে পারিনি
তাই মুখ ফিরিয়ে নিয়েছি।
রাস্তার পাশের ডাস্টবিনে
কাক কুকুরের সাথে পাল্লা দিয়ে
মানুষের সন্তানের খাদ্য সংগ্রহ
আমার চোখে পানি এনে দিয়েছে
আমি অশ্রু রোধে
চোখ বন্ধ করে রেখেছি।
যেখানে রক্তপাত,অত্যাচারের হাহাকার
সেখান থেকেই আমি পালিয়ে বেরিয়েছি।
প্রতিটি মুহূর্তে,প্রতিটি পদে প্রতিটি অন্যায়
আমি নির্বিকারে মেনে নিয়েছি।
আমি একটু একটু করে নিঃশেষে ক্ষয় হয়েছি।
জীবন মানে,
ফুসফুসের খোলসে শুধুই
বাতাসের আসা যাওয়া নয়।
জীবন মানে,
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অন্তিম মুহূর্তের
অপেক্ষা করা নয়।
মুখোমুখি দাঁড়িয়ে ক্রূর চোখে চোখ রেখে
অসীম আক্রোশে মুষ্টিবদ্ধ হাত
বারবার দেয়ালে আঘাত করা।
যতক্ষণ না এ দেয়ালের প্রতিটি
ইটে ভাঙনের সুর বাজে,
ইটের প্রতিটি কনা পায়ের
নিচে ঝরে পড়ে।
ওপারের শুভ্র নীল জগৎ থেকে
পবিত্রতার আলো নিয়ে
জীবন সেইদিন ধরা দেয়।
সময়ের সমুদ্রের কাছে তাই আমি
ভিক্ষে চাই কিছু মুহূর্ত,কিছু ক্ষণ।
আমি আরেকবার বেঁচে উঠতে চাই,
বাঁচার মত বাঁচতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।