প্যাচহীন বোকা সাধারন মানুষ...
জীবনে কোনোদিন ভাবিনি যে আমি নিজের ইচ্ছায় কবিতা লিখবো কিংবা পরবো। আমার কবিতা পরার অভ্যাস স্কুলের বই পরযন্তই। এখনো মাঝে মাঝে মায়ের সাথে ছোটোবেলার সেই সব কবিতা গুলো সুর টেনে টেনে পরতে খুব ভাল লাগে। কখনো মনা রে মনা কোথায় যাস কিংবা কখনো ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা। কিন্তু বড় হবার পরে কখনো নিজে থেকে কবিতা নামক অম্রিত সুধা পান করার ইচ্ছা জাগেনি।
বন্ধুদের কাছে মাঝে মাঝে শুনতাম ভালবাসলে নাকি নিজের অজান্তেই ব্যাপক পরিবরতন ঘটে যায়। আমি ছোটোবেলা থেকেই অনেক জেদি তাই ভাবতাম আর যা কিছুই হয়ে যাক না কেন আমি নিজেকে পরিবরতন করার চেস্টা করবো না। অনেক খানি সফল ও হয়েছিলাম কিন্তু এখানে এসেই আমাকে থামতে হল। সেই কবিতা বলতে সম্পুরন অজ্ঞ আমি আজ প্রতি রাতেই কবিতা খুজি। কবিতা পড়া ছাড়া রাতে আর ঘুম আসতে চায় না।
সবচেয়ে আশ্চরযজনক ব্যাপার হল যে আমাকে এই অম্রিতসুধার সন্ধান দিয়েছে তাকে আজ ও বলা হয়নি যে আমি কবিতা পছন্দ করা শুরু করেছি নিজের ও তার অজান্তেই। তার অনেক কবিতা আমাকে নিয়ে লেখা কিন্তু আমি কখনো বলতে পারিনি তার প্রতি তার কবিতার প্রতিটি শব্দের প্রতি আমার ভালবাসার কথা। হয়তো একদিন তাকে বলব অন্তরের সবটুকু আবেগ দিয়ে কিন্তু এখন না...থাকুক না কিছুদিন এই লুকচুরির খেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।