There is more than one of everything...
১) জানেন কী...কখন একটা মানুষ কে গুলি করলে সে শব্দ শুনতে পাবে না(চাদে ছাড়া)?
২) জানেন কী...কখন কাছের মানুষ পরে শব্দ শোনে,দূরের মানুষ আগে শব্দ শোনে?
৩) কোন নির্দিষ্ট ব্যাক্তি কে কি শব্দ শোনানো সম্ভব?
৪) বজ্রপাত হলে মানুষ কেন আগে বিদ্যুত চমকানো দেখে পরে শব্দ শোনে?
উত্তর:
১)অনেকদুর থেকে মাথায় গুলি করলে যদি শব্দের বেগের চেয়ে গুলির বেগ বেশী হয়,আর শব্দ পৌছানোর আগেই মানুষটা মারা যায়।
২)যখন কেউ রেডিও তে কথা বলে,তখন পাশের ঘরের মানুষ পরে শোনে আর রেডিওর অপর প্রান্তের মানুষ আগে শোনে। কারণ,শব্দ বাতাসে যে বেগে যায়,রেডিও ওয়েভ তার চেয়ে বেশী বেগে যায়।
৩)হ্যা। লেজার এর মতো শব্দকেও একিভূত করা সম্ভব।
৮) কারণ মানুষের চোখ কানের চেয়ে দুই আন্গুল সামনে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।