আমাদের কথা খুঁজে নিন

   

অতীতে ফিরে যাওয়া



দশ বছরের আপন করা এই ঢাকা শহরকে ছেড়ে যেতে খুব খারাপ লেগেছিল সেই দিন। গত নভেম্বরে (২০০৮) যখন প্রথম জানতে পারলাম আমার পোষ্টিং সিরাজগঞ্জ তখন থেকেই খারাপ লাগা শুরু। কিন্তু দিন যাচ্ছে আর সেই খারাপ লাগার ইনটেনসিটি টা ততই কমছে। এ যেন এক্সপোনেন্শিয়াল কার্ভ। যার কখনো শেষ হবে না, চলতে থাকবে।

এরি মধ্যে অভ্যস্থ হতে শুরু করেছে সকালে কিভাবে ৯ টায় ঘুম থেকে উঠতে হয়, যা ঢাকা থাকা অবস্থায় কল্পনাতীত। মফস্বলের নির্জন পরিবেশ আমাকে আবার আকৃষ্ট করছে যা একসময় করতো ইন্টারমিডিয়েট পড়তাম সময়। প্রথম প্রথম খুব খারাপ লেগেছিল ঢাকায় এসে থাকতে, ঢাকাকে আপন করে নিতে। আজ আবার সেই আগেরে অবস্থানে ফিরে যাচ্ছি, ভাল ও লাগে আবার খারাপ ও লাগে। শুধু মনে হয় কি যেন একটা নেই যা ইন্টারমিডিয়েটে ছিল।

অনেক ভেবে বুঝতে পারি এ আর কিছুই না, এ হল বয়স......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.