থ্রিডি প্রিন্টিং বর্তমান সময়ের এক নতুন ক্রেজ। থ্রিডি প্রিন্টারের বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে তা দিয়ে প্রায় প্রতিদিনই নিত্যনতুন জিনিস তৈরির খবর চোখে পড়ছে। কিছু দিন আগেই ম্যাথু নামের কানাডিয়ান ভদ্রলোক থ্রিডি প্রিন্টার দিয়ে রাইফেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। সম্প্রতি তিনি তার রাইফেলের এক নতুন মডেল বানানোর দাবি করেছেন, যা ১৪ রাউন্ড গুলি করতে পারে। ইউটিউবের ম্যাথু কিছু ভিডিও আপলোড করেছেন যাতে তিনি তার নতুন থ্রিডি প্রিন্টেড রাইফেল দিয়ে গুলি করে দেখিয়েছেন।
অন্যসব গুলি দূর থেকে ট্রিগারের সঙ্গে বাঁধা সুতা টেনে ফায়ার করলেও শেষ তিনটি গুলি ম্যাথু নিজ হাতেই ফায়ার করেছেন। অবশ্য ১৪ রাউন্ড ফায়ার করার পর রাইফেলে ফাটল ধরে যায়। এতে ম্যাথুর অবশ্য সাফল্য অম্লান হচ্ছে না। কারণ এ ধরনের থ্রিডি প্রিন্টেড রাইফেলে দিয়ে সফলভাবে গুলি চালানোর ঘটনা এটাই প্রথম। ম্যাথুর .২২ ক্যালিবার রাইফেলটি এবিএস+ প্লাস্টিক দিয়ে তৈরি যার কোডনেম 'গ্রিজলি ২.০'।
এই রাইফেলটির সমস্যা হলো, প্রতিবার গুলি করার পর গুলি লোড করতে হয়। তবে যে হারে ম্যাথু তার রাইফেলের উন্নয়ন নিয়ে কাজ করছেন তাতে কয়েকদিক পরই অটোমেটিক রাইফেল তৈরি করে ফেলা খুব একটা অসম্ভব কিছু হবে না। * ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।