ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার ব্যবহার করে গবেষকেরা এবার একবার ব্যবহারোপযোগী অন্তর্বাস তৈরির উদ্যোগ নিয়েছেন। তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি বস্ত্রশিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারভিত্তিক প্রতিষ্ঠান টামিকেয়ারের প্রধান নির্বাহী ইসরায়েলি নারী গিলোহ্ টামার ও তাঁর সহযোগী গবেষকেরা ব্যবহার করছেন একটি হার্ডওয়্যার, যা নিয়ন্ত্রিত উপায়ে পলিমার ও তন্তু ছড়িয়ে দিতে পারে। এটির সাহায্যে অন্তর্বাস, ছোটখাটো পোশাক ও ব্যান্ডেজ তৈরি করা সম্ভব। বাণিজ্যিকভাবে এ ধরনের অন্তর্বাস উৎপাদনের জন্য টামিকেয়ার ও ইসরায়েলি কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। ইসরায়েলের বাজারে আগামী বছর নাগাদ পণ্যটি সরবরাহ করার ব্যাপারে আশা করা হচ্ছে। অন্তর্বাস বাজারজাতকারী মার্কিন একটি প্রতিষ্ঠানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ব্লুমবার্গ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।