"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন। " www.deshbidesh.tk
ছবিটি দেখুনঃ
কিছুক্ষন পূর্বে জামাল উদ্দীন একটি পোস্ট দিছেন কিভাবে ওয়েব পেজকে পিডিএফ এ রুপান্তর করবেন অনলাইনে।
তার আইডিয়াটা থেকে এটা লিখা জানিনা কতটুকু হেল্পফুল হবে???
প্রথমে পিডিএফ এ রুপান্তরকৃত ফাইলটিকে এ্যাডোবি ফটোশপে ওপেন করুন। এর পর সাইজ ঠিক করার পর পিএনজি ফরম্যাট অথবা অন্য যে কোন ফরম্যাটে সেভ করুন।
সেভকৃত ছবিটিকে কপি করে অফিস২০০৭ ওয়ার্ডের ফাইলে পেস্ট করুন।
এর পর ছবির উপর ডাবল ক্লিক করে পছন্দমত থ্রিডি ইফেক্ট দিন, তার পর ছবিটিকে সিলেক্ট করে কপি করে এ্যাডোবি ফটোশপে নতুন একটি ফাইল খুলে তাতে পেস্ট করুন। খেয়াল রাখবেন যেন ছিবির সাইজ ও ওপেনকৃত ফাইলের সাইজ একই হয়।
এবার এ্যাডোবি ফটোশপের ফাইল মেনু হতে সেভ ফর ওয়েব এ সেভ করুন। ২ আপ সিলেক্ট করলে ভালো তাতে ছবির সাইজ কম হয়। ইক্সটেনশন জেপিজি হবে।
ব্যাস হয়ে গেল
কিভাবে পিডিএফ ফাইল তৈরী ও কনভার্ট করবেনঃ(মাসুদ চৌধুরী )
Click This Link
কিভাবে ওয়েব পেজকে ওয়েবে পিডিএফ এ রুপান্তর করবেনঃ (জামাল উদ্দীন )
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।