যুগে যুগে পৃথীবি তে এমন কিছু ব্যাক্তি এসেছেন যারা আপন কির্তীতে যুগ, কাল, স্থান, ধর্ম ভেদে সমান ভাবে স্বরিত হন।
"আবু আলী আল-হুসেইন ইবনে আবদ্ আল্লাহ ইবনে সিনা" সংক্ষেপে "ইবনে সিনা" এমন-ই একজন তা নিঃস্বন্দেহে বলা যায়।
চিকিৎসা বিঞ্জানে তার The Book of Healing, এবং The Canon of Medicine বই দুইটি এখনো পঠিত। তাকে আধুনিক চিকিৎসা বিঞ্জানের জনক বলা হয়। তিনি Avicennism এর প্রতিষ্ঠাতা; modern medicine-এর জনক; Avicennian logic এর উদ্ভাবক; concepts of inertia and momentum তার আবিষ্কার; এছাড়াও geology তে তার গুরুত্ব পূর্ণ অবদান আছে।
; তাকে aromatherapy এবং neuropsychiatry - এর অগ্রযাত্রি ধরা হয়।
চিকিৎসা বিঞ্জান ছাড়াও দর্ষন, ইসলামিক তত্ব, পদার্থ বিদ্যা, কা্ব্য- এসকল বিষয়ে তার বিষেশ অবদান আছে।
ইসলামিক স্বর্ণ যুগে ৯৮০ থ্রী: অব্দে তদকালীন পারস্যের রাজধানী বুখারার নিকটবর্তী আফসহানা নামক শহরে ইবনে সিনা জন্ম গ্রহন করেন। তিনি জাতিগত ভাবে খুরাসান, এবং মুসলীম শিয়া ধর্মাবলম্বি।
এই মহান বিঞ্জানি ১০ ডিসেম্বর ১০৩৭ খ্রী: অব্দে পারস্যের হামাদান নামক স্থানে (বর্তমান ইরান) মৃত্যু বরন করেন।
তাকে "শারফ্ আল-মুলক", "হুজ্জাত আল-হক্", এবং "শেখ আল-রাইয়াস", এই তিনটি উপাধিতে স্বরণ করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।