আমাদের কথা খুঁজে নিন

   

মডারেশনের প্রত্যক্ষ সাপোর্ট নিয়ে এক রাজাকারপন্থীর আস্ফালন

এখানে বাংলাদেশের জন্মের বিরোধী জামাত-শিবিরের হায়েনা দেখলে কিক দেওয়া হয়।
প্রথমেই নজরে আনি উক্ত পোষ্টের ২১ নম্বর মন্তব্যের জবাবের একাংশ: প্রচন্ড কনফিডেন্টলি জবাব "ভাল করেই জানেন যে আপনার হাজার অনুরোধেও এই পোস্ট মোছা হবে না" এরপর সাফাই "যদি মডু'দারা সুস্থ থাকেন।" মডু'দা!!?? বাহ বাহ! বেশ বেশ! একেবারে এক পেয়ালায় ব্লাক কফি খেতে খেতে মডুদাদার পরামর্শেই কি জবাবটা দেওয়া? আর রাজাকারের পক্ষে সাফাই হলো "সুস্থ্যতা"র মাপকাঠি! এবারে একটু দেখি ব্লগের নীতিমালা কি বলে? ৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে। ৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে । মডারেশনের প্রত্যক্ষ সাপোর্ট না থাকলে এমন পোষ্ট ঝুলে থাকে কিভাবে এই ব্লগের বুকে? সালাম সামহ্যোয়ারইন ব্লগ, নীতিমালার ৩ক এবং ৩ঞ বাতিল করতে অনুরোধ জানাচ্ছি। নয়তো স্বীকারোক্তি দিন নোটিশবোর্ড থেকে আপনারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস অস্বীকার, বিরুদ্ধাচারণ এবং অসম্মান করেন প্রতিনিয়ত।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.