স্বচ্ছ মডারেশন চাই
আমার পোস্ট বিরতির প্রশ্নে শুভানুধ্যায়ীরা অমত জানিয়েছেন, বিরতির নীরবতায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। লেখালিখির অনুরোধ, স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতা, নিন্দা, সমালোচনা অনেক কিছু
আমি ব্যাখ্যা দেবার তাগিদ পাই না, খোলাচোখে যা দেখতে পাই , তাই বলি। সহব্লগাররা, এমনকি ব্লগ বা কর্তৃপক্ষ কেউই এখানে শত্রুমিত্র নন। তাগিদটা একান্তই অন্তরের।
স্বাভাবিক পোস্ট বন্ধ রেখেছি, বন্ধ প্রাণবন্ত কথোপকথন ।
খুব বেশি খারাপ না লাগলে এই পোস্টেরও প্রয়োজন ছিল না
ব্লগার সোজাকথা লগইন ব্যান । ওনার ব্লগে ঢুকে লিংকটা দেখলাম
http://tinyurl.com/epitaphblogs
এরপরও মডারেশনের স্বচ্ছতার প্রসংগটি অহেতুক? শুধুই ষড়যন্ত্র? নিতান্তই সময়ক্ষেপণ? ব্লগে দলাদলি সৃষ্টি ?
কোন যুক্তিগ্রাহ্য কারণ আছে ঐ ব্লগটিকে ব্যান করার? ব্লগারদের বিবেচনার উপরই ছেড়ে দিলাম ।
যখন প্রতিবেশির ঘরে আগুন লাগে নিজেকে ভাগ্যবান মনে করি না, নিয়তিকে ধন্যবাদ দিইনা আমার ঘরে আঁচ লাগেনি বলে । বরং লজ্জা পাই গা বাঁচাতে, ঘরে খিল দিয়ে নিরাপদ থাকতে । সাহায্যের সামর্থ্য নেই তবু সমবেদনা থাকে ।
এই পোস্টটা কোন সাহিত্যকর্ম না , প্রিয়ব্লগারের প্রতি অন্যায়ের প্রতিবাদ। আমার তাগিদ শুধু এখানেই ----
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।