আমাদের কথা খুঁজে নিন

   

মডারেশনের প্রয়োজনিয়তা, বর্তমান অস্থিরতা- আমার কিছু কথা

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

আসুন একটা ছবি নিজের মানস চোখে ফুটিয়ে তোলার চেষ্টা করি- " রাত ১২টা, নিজের চেয়ারে বসে আছেন, সামনে কম্পিউটার, লগ ইন করে আছেন সামহোয়ারে... কিছু একটা পড়ছেন। পিছন থেকে আপনার ছোট বোন বলল- ভাইয়া কি করো? এবং তার চোখ গ্যালো আপনার স্ক্রিনে। ধরা যাক সেখানে তখন কোন একটা পোস্টে তর্ক-বিতর্ক চলছে আর কিছু গালাগালি। " আপনার বোন কি ভাববে? এমন হতেই পারে। এটা একটা কমিউনিটি সাইট।

যার যা খুশি লিখতে পারেন, বলতে পারেন। মডারেশন প্যানেল তা মডারেট করবে স্বাভাবিক। প্রশ্ন আসে মডারেশন ঠিক মত হচ্ছে কিনা। আসলে সামহোয়ারে আমাদের এক্সপেক্টেশন এত বেশি যে কোনো ডেভিয়েশন আমরা মানতে রাজি নই। আমাদের কথা আমরা বলবো।

তবে কিছুটা মাত্রা বজায় রেখে। কখনো কখনো আমাদের বলাটা অনেক কারনেই মাত্রাহীন হয়। এ ব্যাপারটা খেয়াল রাখা উচিত। যদি মডারেশন প্যানেল কোন সিদ্ধান্ত দেয় তা মেনে চলাই সম্ভবত ভালো। আর অটো মডারেশন ব্যাপারটা মাথায় রাখা উচিত।

মডারেটরদের ব্লগারদের বিপক্ষে ভাবাটা ঠিক হচ্ছেনা। রেসিডেন্ট ব্লাগারদের নিয়ে সমালোচনা আমার চোখে পড়েছে। তারা মানুষ এবং অতি অবশ্যই মানুষ। তাদের মানবিক দিক গুলোকে ভুলে যাওয়া উচিত না। রাজনৈতিক কোনো নিক আসলেই সামহোয়ারকে দোষ দেয়া বা তারা ঐ নিক গুলোর কাছ থেকে টাকা খাচ্ছে বলাটা ঠিক হচ্ছেনা।

আমার মনে হয় সামহোয়ার এডভার্টাইজমেন্টের মাধম্যে অর্থের সংস্থান করতে পারে, কোনো দল বা ব্যক্তির কাছ থেকে নেয়ার ব্যাপারটা যুক্তিতে আসেনা। ভার্চুয়াল ক্যারেক্টার গুলো নিয়ে আমাদের সন্দেহ আছে। মাঝে মাঝেই আমরা ভাবি এই নিকের আড়ালে কে? মেয়ে নিকের আড়ালে ছেলে আছে কিনা। এমন যে হয়নি বা হয়না তাওনা। তবে সেক্ষেত্রে সবার প্রতি মানবিক সম্মানটুকো বজায় রাখাই সম্ভবত সবচেয়ে ভাল উপায়।

কেন মেয়ে নিকের পিছনে লাগা? কেন অযথা গালাগালি? আমরা সবাই ভাল থাকবো। যারা ব্যান হয়েছে তারা আবার একটা প্রসেসের মধ্য দিয়ে ফিরে আসবে, সবাই সহনশীল হবো, আবার প্রানবন্ত হবে ব্লগ, ফিরে আসবে হাসান মাহবুব, হেমায়েতপুরী, শাওন ৩৫০৪, মুক্ত বয়ান, রনি রাজশাহী, রোহান, দুর্ভাষী, সীমানা ছাড়িয়ে, সব যদি আজ বদলে যেত, আমড়া কাঠের ঢেকি, রোবোটিক্স, ব্রাইটসেন্ট্রাল, লাল সাগর, ভেবে ভেবে বলি, বৃত্তবন্দী, নীল দানব, বিষাক্ত মানুষ, শূন্য আরন্যক, বিডি আইডল, নির্ভয় নির্ঝর, ব্রাইট, মোঃ খায়রুজ্জামান, ডিজিটাল দুষ্ট ছেলে, কাক ভুষুন্ডি। আমরা যারা মনে প্রানে ভালবাসি বাংলা ব্লগকে, সামহোয়ারকে তারা অবশ্যই ফিরে আসবো, ভাল থাকবো। ধন্যবাদ। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.