একবার একটা নিক খুলেছিলাম, নিকটা ছিলো এরকম, "হয্রত শাহ বাবা জাফর ইকবাল নকশবন্দী কুতুবপুরী গুলগুলিয়া"। কিছুদিন চললো, তারপর সা।ইন থেকে মেসেজ দিলো নাম ছোট করার জন্য, নামটাকে কেটে ছেটে ছোট করার জন্য, শেষমেষ দাড়ালো, "কুতুবপুরী গুলগুলিয়া" । কতধরনের মডারেশন যে সা ইনে, অথচ আমারব্লগে দেখেন কোন বাধ্যবাধ্যকতা নাই, তারা আমার একাঊন্ট একসেপ্ট করলো।
আমারব্লগ
নিজের ইচ্ছেমতো একটা নিকও খুলতে পারব না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।