গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হলো কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য প্রকল্পের নিয়োগ পরীক্ষা। কেন্দ্র সরকারী আযিযুল হক কলেজ, বগুড়া। আমি একজন চাকুরী প্রার্থী। পরীক্ষা কক্ষে যা দেখলাম তাই লিখছি। দেখলাম ছাত্র নেতারা প্রশ্নপত্র কক্ষের বাইরে নিয়ে বিশেজ্ঞ দ্বারা সমাধান করে কয়েক জন ইনভেজিলেটরের চোখের সামনে নির্দিষ্ট পরীক্ষার্থীকে সরবরাহ করল।
ইনভেজিলেটরগণ কোন উপায় না দেখে প্রত্যেকেই কক্ষের বাইরে বারান্দায় অবস্থান করলেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কক্ষের বাইরেই থাকলেন। পরীক্ষা শেষ হলে প্রত্যেকে যথারীতি উত্তরপত্র জমা নিলেন। এ বিষয়ে কয়েক জন পরীক্ষর্থী অভিযোগ করলে তাঁরা কোন সদুত্তর দিতে পারেননি। অনেকে প্রশ্নের সমাধান মোবাইলে মেসেজের সাহায্যে সরবারাহ করেছে।
এবং সংশি¬ষ্ট ছাত্রনেতা শিক্ষকগণের সামনে কক্ষে প্রবেশ করে উক্ত পরীক্ষার্থীকে সবার সামনে বলে গেলেন তোর মোবাইলে সব উত্তর আছে। তখন শিক্ষকগণ প্রত্যেকেই কক্ষের বারান্দায় অবস্থান করছিলেন। প্রশ্নপত্র কক্ষের বাইরে নিয়ে ওএম আর শীট জমা দিল।
বন্ধু পরীক্ষর্থীদের খোঁজ নিয়ে জানা গেলে কেন্দ্রের অনেক কক্ষেই যেখানে ছাত্রনেতাদের চুক্তিবদ্ধ পরীক্ষার্থী আছে প্রত্যেক কক্ষেই একই অবস্থা। ব্যাপারটি এখন শিক্ষক, কর্মচারী, চাকুরীপ্রার্থী সবার মুখে মুখে।
আরো খোঁজ নিয়ে জানা গেলে এহেন অবস্থার কারণে অনেক শিক্ষকই কোন চাকুরীর নিয়োগ পরীক্ষায় ইনভেজিলেটরের দায়িত্ব পালনে ইচ্ছুক নন। কলেজ অধ্যক্ষ ও নিয়োগ পরীক্ষা কমিটির আহ্বায়কের চাপে তাঁরা দায়িত্ব পালনে বাধ্য হয়েছেন। ছাত্রনেতারা নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে চাকুরীপ্রার্থীদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। কলেজ অধ্যক্ষের সহায়তায় এরূপ কর্মে জড়িয়ে পড়ছে বলে শিক্ষকগণ একে অপর বলাবলি করছেন। ভয়ে কেউ ছাত্রনেতা বা অধ্যক্ষের বিরুদ্ধে মুখ খুলছেন না।
কয়েক জন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে গত মাসে অনুষ্ঠিত বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একই কায়দায় একই ধরনের ঘটনা ঘটেছে।
শিক্ষক কর্মচারী সাধারণ ছাত্র-ছাত্রী ও এলকাবাসীর মতে ছাত্রনেতাদের সাথে কলেজ অধ্যক্ষের আর্থিক লেনদেনের ঘনিষ্ট সম্পর্কের কারণে এরূপ ঘটনা বেশ কিছুদিন ধরে চলে আসছে। কেউ কোন প্রতিকার পাচ্ছেন না। আমরা বেকাররা এখন কোথায় দাঁড়াব ! ভবিষ্যতে কোন চাকুরীর পরীক্ষা সরকারী আযিযুল হক কলেজে অনুষ্ঠিত না করার জন্য এলাকাবাসী ও অনেক পরীক্ষার্থী সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। সরকারী আযিযুল হক কলেজ বাংলাদেশের ঐতিহ্য রক্ষার্থে এগিয়ে আসুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।