আমাদের কথা খুঁজে নিন

   

মোমিন মোছলমানগণ আমার পুস্টোখান বুঝলো না- আরেকটু সহজ করার চেষ্টা

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

মোমিন মোছলমানের ঘিলু নিম্নমূখী । ডাইন কইলে বাম না এক্কেবারে ঈষাণ নৈঋত বুঝে । আসেন এবার জলবত্তরলম কইরা বুঝাই । ১ . ধরেন আপনেরা একটা গ্রামের বাসিন্দা । ধরেন দুই হাজার পাব্লিক ।

ভিতরে চোর আছে দশটা । এখন ঐ দশটা চোর যদি পাশের বিভিন্ন গ্রামে চুরি কইরা ধরা পড়ে পরপর , তখন আশেপাশে রটবো আপনেগো গেরাম হইলো চোরের গেরাম । এইটা অত্যন্ত মিথ্যা একটা কথা । দুই হাজারের মধ্যে ৯৯.৯৫ ভাগ মানুষ ভালো হওয়া স্বত্তেও দশটা চোরের লাইগা মাইনষে আপনেগো গেরামরে চোরের গেরাম কয় । মাইনষের এই অবিবেচনার জন্য গোস্যা করেন ঠিকাছে ।

কিন্তু ঐ দশটা চোর হারামির উপরেওতো চ্যাতবেন নাকি ? তোগো দশটা চোরের লাইগা আমগো পুরা গেরামের নাম খারাপ হয়, হারামিরা হয় চুরি বন্ধ কর, নাইলে গেরাম ছাড় কইয়া বিচার করবেনতো নাকি ? ২. বোরকা ইসলামের একটা প্রতিক । বোরকা পড়া মহিলাদের মধ্যে ৯৯.৯৯৯ ভাগ স্বাভাবিক , শান্তিপূর্ণ , নিরীহ মুসলিম । বোরকার ভিতরে খুব সহজে বোম লুকায়া নিয়া যাওয়া যায় । কিন্তু ৯৯.৯৯৯ ভাগ বোরকা পড়া মুসলেমিন কখনোই সেই কাজ করেন না । তাইলে যেই কয়টা কুলাঙ্গারের জন্য বোরকার নাম খারাপ হয়, সেই কয়টা কুলাঙ্গারের উপর চ্যাতবেন তো নাকি ? পাশাপাশি যারা জেনারালাইজ কইরা বোরকা মানেই বোমাবাজ কয়, তাগে উপরেও চেতেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.