যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মোমিন আর এক পা এগুলে বেহেস্তের গেটে পৌঁছে যাবে। কিন্তু সবেগে সে পিছিয়ে এসে দুনিয়াতেই থেকে যাবার সিদ্ধান্ত নেয়। গাড়িটা থামবে না, প্রয়োজনে চাপা দিয়ে যাবে - বুঝে যাওয়া মাত্র বেহেস্ত তার কাছে নস্যি হয়ে যায়।
এমন সুযোগ কিন্তু প্রায় দিন আসে না। কোনো গাড়ীর জানালা গলে মোমিনের জন্য আশীর্বাদ বর্ষিত হয়, বিনিময়ে মোমিন তাদের নামে বেহেস্ত বরাদ্দের জন্য খোদার দরবারে ফরিয়াদ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।