"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
কবিতার ডানা ছেঁটে দিয়েছি
সেও এখন বিদেশী ফার্মজাত;
মুখ লুকাবার কিছু নেই, হই না
নিজের পরিচয়ে বিব্রত।
আমি আধুনিক, করে নেব
কাট্ কিংবা কপি - পেস্ট
কবিতা দেখবে কিভাবে গড়ে নেবে
কৃত্রিম ফাইবারে সুখী সুখী নেস্ট।
প্রেম এখন ভাষা চায় না
চায় না অনন্য চিঠি, পদ্যের দুঃসময়ে
কেউ বোঝে না মানে
কি বলতে চায় 'আনত দিঠি'।
কবিতাকে তাই ছেঁটে কেটে করি অণুপদ্য
একশ ষাট শব্দে এঁটে গেলেই হলো
প্রেমের এসএমএস এর জন্যে
তাই হয়ে উঠবে অনবদ্য।
বুড়ো আঙ্গুলের কারসাজিতে
জানবে মোবাইল কী-প্যাড
কি লিখতে আমি হেসেছিলাম,
কোন্ কথাটা আমায় করেছে স্যাড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।