আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালির পত্রিকা আসক্তি

১৯ সেপ্টেম্বর সকালে অফিস যাওয়ার পথে গাড়িচালককে বললাম পেট্রলপাম্প থেকে জ্বালানি নিতে। আমি তাঁকে ১০০০ পেসো দিয়ে বললাম পুরো তেল নিতে। কারণ আমাকে যেতে হবে একটু দূরের অফিসে। গাড়িচালক বিল দিয়ে ফিরে এসে আমাকে একটি দৈনিক পত্রিকা এগিয়ে দিল। তাঁকে বললাম পত্রিকা কেন? অফিসেই তো পত্রিকা পেতে পারি! গাড়ি চালক দাঁত বের করে বলল, স্যার ১০০০ পেসো তেল কিনেছি তো তাই এই পত্রিকা ফ্রি।

আমি বললাম পত্রিকা ফ্রি? অন্য কিছুও তো ফ্রি দিতে পারত, জ্বালানিতেও তো কমিশন দিতে পারত! এক্সাটলি পত্রিকা কেন বল তো? চালক বলল, স্যার আমরা ফিলিপিনোরা তেমন পত্রিকা কিনি না তো তাই হয়তো পত্রিকায় আগ্রহ বাড়ানোর জন্য এই প্রচেষ্টা। আমি সংবিৎ ফিরে পেলাম। সত্যিই তো আমাদের সব অফিসে পত্রিকা কেনার জন্য বাজেট আছে, কিন্তু খুব কম সংখ্যক অফিসেই পত্রিকা কেনা হয়। খুব অভিজাত পরিবারের ড্রয়িং রুমেও দৈনিক পত্রিকা চোখে পড়ে না। এদের পত্রিকার প্রতি আগ্রহই কম।

আর এ জন্যই হয়তো পত্রিকার দাম অনেক বেশি। যে পত্রিকাটি ফ্রি দিয়েছে সেটি একটি ৩০ পৃষ্ঠার নিউজপ্রিন্ট কাগজের আধা রঙিন পত্রিকা, কিন্তু দাম ৩০ পেসো, যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ টাকা। সেই বই কেনা গল্পের মতো, দাম বেশি দেখে অনেকে বই কেনে না, আবার বই কেনে না বলে দামও কমে না। আমরা অন্তত কিছুসংখ্যক বাংলাদেশি পত্রিকা ছাড়া দিন শুরু করলে মনের মধ্যে উসখুস রয়ে যায়। সকালে নাশতার টেবিলে পত্রিকা একটি অনুষঙ্গ অংশ।

এ প্রসঙ্গে আমার কলেজজীবনের এক বন্ধুর কথা মনে পড়ে গেল, সে পত্রিকা ছাড়া বাথরুমে যেত না। অনেক বাংলা সিনেমা-নাটকে দেখেছি স্ত্রী স্বামীর ওপর রেগে পত্রিকাকে সতীনের সঙ্গে তুলনা করছেন। প্রবাসজীবনেও যে আমরা বাংলা পত্রিকা ছাড়া থাকতে পারি না, ২০০টির বেশি দেশে অনলাইনে প্রথম আলো পড়া তারই উদাহরণ।

আমাদের এই পত্রিকা আসক্তিই হয়তো আমাদের অধিকার-সচেতন জাতি গঠনে সাহায্য করছে। আমাদের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সব অগ্রগতির পেছনেই রয়েছে পত্রিকার নেতৃসম ভূমিকা।

আজও সব ভালোর সঙ্গেই জড়িয়ে আছে বাংলা পত্রিকা, বাংলার পত্রিকা। বেঁচে থাক আমাদের বাংলা পত্রিকা হাজার বছর।

মুরাদুল ইসলাম, ফিলিপাইন।

(কনসালটেন্ট, কার্ড এএমই ব্যাংক, ইনক)

<murad_8226@yahoo.com>

 

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.