আমাদের কথা খুঁজে নিন

   

একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার হোটেলে পতিতালয় চালাবেন?

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
আমাদের রাজনীতিকরা ক্ষমতার চাদরমুড়ি দেয়া অবস্থায় নিজেদের স্বার্থে সেই ক্ষমতার কিছুটা অপব্যবহার করে থা...কেন। সেগুলোর কোন কোনটার উদ্দেশ্য থাকে আর্থিক ভাবে লাভবান হওয়া, বাকিগুলোর উদ্দেশ্য থাকে আরও ক্ষমতাবান হওয়া বা প্রতিপক্ষকে দূর্বল করে দেয়া। এগুলোর কোনটাই কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। দেশের ভালো করতে চাইলে এসব পরিহার করতে হবে। তাও... সাধারণ মানুষের অ্যাবস্ট্রাক্ট ভাবনার জগতেরও একটা সহনশীলতা থাকে।

কোন কোন দেশে সিঁধেল চুরির ঘটনাতেই কোটি কোটি মানুষের চোখ কপালে ওঠে। মধ্য ইউরোপে বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আবার কোন কোন দেশে বেসরকারী টিভি চ্যানেলে খোলা রাস্তায় দিবালোকে ধর্ষণের ঘটনা ঘটলেও জাতীয় ভাবে কোন আলোড়নের সৃষ্টি হয় না। কঙ্গোতে কিছুদিন আগে রাজনৈতিক সহিংসতা চলাকালীন উপরোক্ত ঘটনাটি ঘটেছে। তো, আমাদের সহনশীলতার অবস্থানটি ঠিক কোথায়? ভোলা উপনির্বাচনের পর বিএনপি নেত্রীকে যুবলীগ কর্মীরা বাসা থেকে ধরে নিয়ে ধর্ষণ করেছিল।

সরকার সে খবর কোন পত্রিকাকে ছাপতেই দেয় নি। যারা জেনেছি, তারা শিউরে উঠেছি। কিন্তু তাই বলে... একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার হোটেলে পতিতালয় চালাবেন? এটা কি একটা হজম করবার মতো ঘটনা ??? আমরা হজম করতে পারি আর না পারি, তিনি ঐ কাজ করেছেন। তার ভাই ইসরাইল সেই পতিতালয়ের ম্যানেজার। আর আমাদের জন্য সবচেয়ে শিউরে ওঠার মত বিষয় হচ্ছে, সাহারা খাতুন নিজেই সেই হোটেলের একতালায় এক সময় বসবাস করেছেন! কার প্রাক্তন পেশা কি সেটা নিয়ে মাথা ঘামানো প্রগতিশীলতার মধ্যে পড়ে না।

একেকজন অতীত জীবনে অনেক অন্ধকার রেখে আসতে পারেন। বর্তমানে যদি শুধরে গিয়ে ভালো কাজে আত্মনিয়োগ করেন, তবে কারও বলার কিছু নেই। কিন্তু একজন পূর্ণমন্ত্রী, একজন সিটিং এমপি হচ্ছেন একটি পতিতালয়ের মক্ষীরাণী, এটা কি সহ্য করার মত? আপনার বলুন! এত সবের পরও আজকে এই নির্লজ্জ বেহায়া মক্ষীরাণী মন্ত্রী কী বলেছেন আপনারা কি জানেন? তিনি বলেছেন, "আওয়ামী লীগ সরকার নারীবান্ধব সরকার। এ সরকার নারী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছে।

" আমরা বলতে বাধ্য হচ্ছি, মক্ষীরাণীরা মন্ত্রী হিসেবে নিয়োগ পেলে যদি সেটা নারীবান্ধব সরকারের নমুনা হয়, তাহলে এই দেশের দুর্গতি থামাতে আমাদেরকে পথে নামতে হবে। আটককৃত পতিতাদেরকে বিচার করে কোন লাভ হবে না। একটি তরুণী কি পরিস্থিতিতে পতিতাবৃত্তির শরণাপন্ন হয়, সে কি আদৌ হয় নাকি তাকে করানো হয়, সেসব মর্মন্তুদ গল্প আমরা সবাই অল্প বেশী জানি। বিচার করতে হবে এসব মক্ষীরাণীদের। সবাই চোখ কান খোলা রাখুন।

কুখ্যাত সেন্সরশিপের এই চলমান সময়ে যে যা জানেন অপরকে জানান। যোগাযোগ মাধ্যমে নিজেকে সক্রিয় রাখুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.