এবার ঈদে দলের মন্ত্রী-এমপিদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচন সামনে রেখে কর্মীদের চাঙ্গা করার জন্যই এ নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ের সভা-সমাবেশে আওয়ামী লীগের সাড়ে চার বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি জামায়াত ও হেফাজতের বিভিন্ন অপতৎপরতার জবাব দিতেও বলা হয়েছে তাদের।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনমুখী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় জনগণের কাছে থাকাকে গুরুত্ব দিয়ে থাকে। এবার ঈদের দিন থেকে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও এমপিদের এ লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে। ঈদের পর যারা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় কাজ করছেন তাদের সবার সাংগঠনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে মূল্যায়ন করা হবে। দল ও কর্মী বিচ্ছিন্ন নেতাদের মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাড়ে চার বছরের সব ইতিবাচক অর্জনসমূহ তুলে ধরতে মন্ত্রী-এমপিদের নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে দলীয় কোন্দল এবং অভ্যন্তরীণ বিভেদ ভুলে এক লক্ষ্যে সবাইকে কাজ করতে বলা হয়েছে। নিজেদের অনুকূলে জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে নিজ নিজ এলাকায় নিরবচ্ছিন্নভাবে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক সফরে সারা দেশে সমাবেশ করবেন। এর পাশাপাশি আগামী নির্বাচনের আগ পর্যন্ত জেলায় জেলায় কাউন্সিল সম্পন্ন করার মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি এবং নেতা-কর্মীদের সরকারবিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।