আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী-এমপিদের এলাকায় সাড়ে ৩ লাখ মেট্রিক 

মন্ত্রী এবং সাধারণ ও সংরক্ষিত আসনের এমপিদের নির্বাচনী এলাকাগুলোয় টিআর কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৩ লাখ ৪৯ হাজার ৪০০ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে হাফিজ উদ্দিন আহমদের লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান। তিনি জানান, বরাদ্দকৃত এসব খাদ্যশস্যের মধ্যে ৩ লাখ মেট্রিক টন চাল ও ১ লাখ মেট্রিক টন গম রয়েছে। দেশের ৩০০ নির্বাচনী এলাকা এবং ৫০টি সংরক্ষিত আসনের ৭টি বিভাগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এসব খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

২৩ দেশে সাড়ে ৪ হাজার বাংলাদেশি নাগরিক বন্দী

বিশ্বের ২৩টি দেশের কারাগারে ৪ হাজার ৫৪৬ জন বাংলাদেশি নাগরিক বন্দী আছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২৫৫ জন বন্দী আছে সৌদি আরবে। এর পরেই রয়েছে মালয়েশিয়ায় ১ হাজার ৯০ জন। এর মধ্যে ৫৫৬ জন জেলে এবং ৫৩৪ জন ক্যাম্পে। এ ছাড়া দুবাই ও উত্তর আরব আমিরাতে ৬২৭, আবুধাবিতে ৬৮৩ এবং কয়েতে ২৭২ জনসহ অন্যান্য দেশে বন্দী রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল সংরক্ষিত আসনের এমপি বেগম সুলতানা বুলবুলের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী সংসদকে জানান, বিভিন্ন অপরাধের কারণে আটক বাংলাদেশি কর্মীদের মুক্তকরণের লক্ষ্যে সরকার দূতাবাস কর্তৃক নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে কারাবন্দী বাংলাদেশি নাগরিকদের নিয়মিত আইনি সহায়তা প্রদান করছে।

দেশে ১২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ

চলতি বছরের জুলাই পর্যন্ত দেশের খাদ্য গুদামে খাদ্যশস্য মজুদের পরিমাণ ১১ লাখ ৭৩ হাজার ৫৭৯ মেট্রিক টন। এর মধ্যে ৮ লাখ ৮১ হাজার ৭৩১ মেট্রিক টন চাল, ২ লাখ ৮৫ হাজার ৪৩ মেট্রিক টন গম এবং ৬ হাজার ৮০৫ মেট্রিক টন ধান মজুদ আছে।

জাতীয় সংসদে গতকাল প্রশ্নোত্তর পর্বে মো. শাহরিয়ার আলমের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ তথ্য দেন।

এ কে এম রহমত উল্লাহর অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বাজেটে অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যে চাল ১৪ দশমিক ৫০ লাখ টন ও গম ১ দশমিক ৫০ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে যেসব খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে এতে ৭৬০ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এসব খাদ্য গুদামে ৩ দশমিক ২৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ করা যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.