বহুল আলোচিত রেলের বস্তাভর্তি টাকা উদ্ধারের ঘটনায় পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া আরও একটি মামলায় বিচার শুরু হয়েছে। এই মামলায় মৃধাসহ পাঁচজন আসামি হলো রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান এবং অবৈধভাবে নিয়োগের অপেক্ষায় থাকা দুই প্রার্থী সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার শুরু হয়েছে। আগামী ১৩ মার্চ এ মামলায় প্রথম দফা সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত। তবে মামলার পাঁচ আসামিই পলাতক রয়েছেন। এ অবস্থায় অভিযোগ গঠনের পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।