আমাদের কথা খুঁজে নিন

   

এমপি রনির বিরুদ্ধে পটুয়াখালীতে মামলা

টাকা আত্দসাতের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীর আদালতে একটি মামলা হয়েছে।

সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে ৭৯ কোটি টাকা আত্দসাতের অভিযোগ এনে গতকাল বিকালে পটুয়াখালী দায়রা জজ আদালতে মামলাটি করেন দশমিনা উপজেলার মো. জামাল হোসেন নামে এক ব্যক্তি।

আদালত মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন দশমিনার ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) ইকবাল মাহমুদ লিটন, একই এলাকার গাজী মিজানুর রহমান, জাকির হোসেন ভুট্টো, আবদুল হাই, এটিএম আছাদুল হক, নাসির উদ্দিন সিকদার, জাফর তালুকদার, আনোয়ার হোসেন, টাইগার তাহিন, কাজী আজাদ, জয়নাল আবেদীন, মনির ভূঁইয়া, হিরন শরীফ, সরোয়ার খান ও আলতাফ হোসেন।

মামলায় বলা হয় আসামিরা টিআর, কাবিখা, ১২০ দিন, ৪০ দিন হতদরিদ্র কর্মসূচি, জেলেদের চাল, বিভিন্ন সরকারি নির্মাণকাজ ও সরকারি রাস্তার কাজ না করে আইন ও নীতি উপেক্ষা করে সরকারি টাকা ক্ষমতার প্রভাব খাটিয়ে আত্দসাৎ করেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.