আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী এমপিদের হলফনামা দুদকে পাঠিয়েছে ইø

অবশেষে সাবেক ৬ এমপি-মন্ত্রীর হলফনামার মধ্যে পাঁচজনের তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠাল নির্বাচন কমিশন (ইসি)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব পাঠিয়েছে ইসি। তবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক হলফনামা সংশোধনের আবেদন করায় বিষয়টি কমিশন সিদ্ধান্তের জন্য উপস্থাপন করবে ইসি সচিবালয়।

ইসি কর্মকর্তা জানান, গত মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান তার তদন্ত কাজের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে ওই ছয়জনের হলফনামার তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনে ২৭ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সাবেক এমপি-মন্ত্রীদের হলফনামার সত্যায়িত কপির ফটোকপি পাঠাতে বলে দুদক। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে তাদের হলফনামার তথ্য দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু নির্বাচন কমিশনে হলফনামার মূল কপি না থাকায় কমিশন তা পাঠাতে পারেনি। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে কপি সরবরাহের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। তারা তথ্য পাঠানোর পর রবিবার কমিশন দুদকে এসব তথ্য পাঠায়। দুদকের চাওয়া ওই ছয়জন হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক, কঙ্বাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি ও সাতক্ষীরা-২ আসনের এমপি এম এ জব্বার। তবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক হলফনামা সংশোধনের আবেদন করায় তার বিষয়ে কোনো তথ্য পাঠায়নি ইসি। কমিশন সিদ্ধান্ত দিলে রুহুল হকের হলফনামা পাঠানো হবে। এক্ষেত্রে সংশোধনী কপি গ্রহণ করা হবে না আগের তথ্যই বহাল থাকবে তা এখনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। গত ২২ জানুয়ারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেন দুদকের কর্মকর্তারা। এ জন্য দুদক নতুন কর্মকর্তাও নিয়োগ দেয়।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.