আমাদের কথা খুঁজে নিন

   

ইউনি পে টু, একজন অর্ধশিক্ষিত হাফিজুল এবং শিক্ষিত ভূদাই আমি



অর্ধশিক্ষিত হাফিজুলের খাতুনগন্জের শুটকির দোকানে গিয়েছিলাম আজ সন্ধ্যায়, যেহেতু আগামীকাল চিটাগং এ হরতাল এবং আমি ঢাকায় চলে আসবো সোমবার সকালে , অতএব পূর্ব পরিচিত হাফিজুলের দোকানে গেলাম কিছু ভালো মানের শুটকি কিনবো বলে। তার দোকানে সর্বশেষ গিয়েছিলাম মাস তিনেক আগে। গাড়ী থেকে নেমে হাফিজুলের দোকান খুঁজে পাচ্ছিলাম না ফোন দিলাম , সে থাই গ্লাস লাগানো তার শুটকির দোকানের পাশের একটি ছোট অফিসরুমের মতো সাজানো দোকানের সামনে বেরিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে গেল আমিতো বিস্ময়ে হতবাক। আমার বিস্ময়ের মাত্রা লোপ পেলো যখন দেখলাম তার রুমে এক্সিকিউটিভ চেয়ার-টেবিল, সোফা এবং সামনে একটি ল্যাপটপ ও প্রিন্টার!!!!! যতটুকু জানি তার শুটকি ব্যবসা বেশ পুরাতন এবং বছরে মোটামুটি বড় অংকের ব্যবসা তার হয়। যদিও সে তার নিজের নাম লিখতে কলম ভেংগে ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে। টুকটাক কিছু পড়াশোনা করেছে কিন্তু টেবিলে ল্যাপটপ-প্রিন্টার যাক অনেক বড় হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলি সে আগস্ট মাসে ইউনি পে টু নামের একটি কোম্পানীতে ( ? ) প্রায় সাড়ে তিন কোটি টাকা জমা দিয়েছে, এবং ১০ মাসে সেখান থেকে নাকি প্রায় ৮ কোটি উঠে আসবে !!!! অলরেডি সে তিনটি কিস্তি পেয়ে গেছে এবং আরো টাকা ইনভেস্ট করবে বলে চেস্ঠা চালাচ্ছে। সাইবার ক্যাফেতে আইডি -পাসওয়ার্ড চুরি হতে পারে বলে নিজেই ল্যাপটপ -প্রিন্টার নিয়ে অফিস খুলেছে এবং ইতিমধ্যেই তার নাকি ২০০ এর মতো অ্যকাউন্টের লিডার সে হয়ে গেছে এবং প্রতিদিন নাকি লাখ টাকার উপরে তার একাউন্টে জমা হচ্ছে আমি আর ও অবাক হলাম তার মুখে ডলার, স্পট বোনাস, স্পট কমিশন, মালয়েশিয়া, গোল্ড, ইত্যাদি শব্দ শুনে। প্রায় দুঘন্টা সেখানে ছিলাম, আমাকে সে বিনামূল্যে( সম্ভবত ১২০ ডলার লাগে ) প্রায় একটি অ্যাকাউন্ট খুলে দেয় এমন অবস্থা !!! এবং আমার একজন শুভাকাংখী হিসেবে আমার বর্তমান ব্যবসা-চাকুরীর বদলে ইউনি পে তে ইনভেস্ট করার অনুরোধ করে আমি কোন রকমে হা হু করে, পরে ভেবে দেখবো এসব বলে চলে আসি। গাড়ীতে বসে অর্ধশিক্ষিত হাফিজুল ও শুধুমাত্র একটি ওয়েবসাইট সম্পন্ন ইউনি পে টু নামের একটি এমএলএম কোম্পানী আর শিক্ষিত ভূদাই ( নিজের জন্য এর চেয়ে উপযুক্ত বিশেষন আর খুঁজে পেলামনা ) আমি , হাফিজুলের চেয়ে কতটা বোকা সেটাই ভাবছিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.