আমাদের কথা খুঁজে নিন

   

সম্মান রেখেছেন ড. ইউনূস(মানে ইউনি পে টু)

http://www.facebook.com/samimsikder

দুর্নীতিমুক্ত বাঙালি পাওয়া বেশ ভাগ্যের! শুরুটা প্রকৌশলীদের কারিগরি ও কাস্টমস-রাজস্বের 'অ্যাপরাইজাল' হাতে৷ প্রকৌশলী ও কাস্টমস দপ্তরের আক্রানত্ম নিম্নপদস্থ কর্মকর্তাদের ছোঁয়াচে এই রোগ ছড়িয়ে পড়ে অন্য সবখানে৷ শিক্ষা বিভাগ তো এ বিদ্যায় 'স্ব-শিক্ষিত' আদি আমল থেকেই৷ একসময় দুর্নীতিবাজ মানেই ছিল আমলা৷ এখন রাজনীতিবিদরা চ্যাম্পিয়ন৷ পালস্নায় কেউ পেরে উঠবেন না৷ 'সমাজসেবী' হালিমুলস্নাহ নানা ছিলেন সুদখোর৷ মাসিক ছয় শতাংশ হারে ১০০ টাকায় বছরে কামাতেন বাহাত্তর৷ হালিমুলস্নাহ নানাকে টেক্কা দিয়ে বছরে বিরানব্বই টাকা কামানো অগ্রসর 'সমাজসেবী' ড. ইউনূস যখন 'গরিব শোষণের জন্যে' নোবেল শানত্মি পুরস্কার পান, তখন অবাক হয়েছিলাম৷ শানত্মির জন্য কেন? মাইক্রো ক্রেডিটের সঙ্গে শানত্মির সম্পর্ক নির্ণয়ে হিমশিম খেয়েছি৷ নোবেলের জন্য মনোনীত হওয়ার পর নিশ্চিত ছিলাম, ড. ইউনূস বাঙালিদের কলঙ্ক! অর্থাত্‍ দুর্নীতিবাজ নন৷ এখন নিশ্চিত হলাম, উনি বাঙালিদের সম্মান রেখেছেন৷ গ্রামীণ ব্যাংকের বক্তব্যানুযায়ী তিনি আমাদের 'আয়কর' ফাঁকিবাজদের সেরা একজন৷ কানাডার এক বন্ধু জানালেন, নোবেলের আশায় গেল দশ বছর ধরে ইউনূস সাহেব নাকি প্রায় ৪ মিলিয়ন ডলার খরচায় লবিয়িস্ট নিয়োগ দিয়েছিলেন৷ ডলারগুলো কিন্তু গ্রাম-গঞ্জের দুস্থ মহিলাদের রক্ত পানি করা আয়ের 'মাথাভারি' সুদ৷ ১৫৮ আবিদ রহমান: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.