আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক বনাম প্রাইভেট ইউনি

দেখেছি দূরে ঐ সোনালী দিন

আমি বাংলাদেশের একটা পাবলিক ইউনি থেকে পড়াশোনা করেছি। এখন উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের বাইরে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি অনেক অঘা মঘা স্টুডেন্ট পড়াশোনা করছে আমাদের তথাকথিত পাবলিক ইউনিতে। আবার অনেকেই সেখানে ভর্তি হয় বিভিন্ন কোটায় (ইউনি এর কর্মকর্তা, শিক্ষক কোটা, মুক্তিযুদ্ধ কোটা ইত্যদি)। তাহলে আমরা এটা বলতে পারি না যে পাবলিক ইউনি এর সব স্টুডেন্টরাই বাংলাদেশের cream student. অন্যদিকে আমার ছোটভাই।

তাকে ছোটবেলা থেকে দেখে আসছি, প্রচন্ড ট্যালেনটেড। (আমার মেধা তার ধারে কাছেও নাই)। SSc, HSc তে বাংলাদেশের নামকরা School এবং College থেকে Golden A+ অর্জন করেছে। তার একটাই সপ্ন, আর্কিটেক্ট হবে। ওর শিক্ষকদেরও ছিল ওর প্রতি গভীর বিশ্বাস যে সে চান্স পাবেই বুয়েটে।

কিন্তু দুর্ভাগ্য। পেল না। অনেক কষ্ট পেয়েছিল। আর কোথাও এ্যাডমিশন টেস্ট দেয়নি। আর আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান।

আবার বাবার এত কাড়ি কাড়ি টাকা নেই আমার ভাইকে প্রাইভেট ভার্সিটি তে পড়াশোনা করানোর মত। কিন্তু আমার বাবা-মা (এক কথায় বলা যায়, আমার দেখা পৃথিবীর মধ্যে সব থেকে ভাল বাবা-মা) আল্লাহ্ র উপর ভরসা রেখে ওকে ভর্তি করে দেন আহ্ সানুল্লা ইউনি এর আর্কি ডিপার্টমেন্টে। খরচের যে estimation নিয়ে ওকে ভর্তি করা হয়েছিল, ভর্তির পরে দেখা যায়, খরচ তার ৩ গুন বেশি হচ্ছে। আর্কিতে ওদের অনেক প্রোজেক্ট করতে হয়, যার খরচ অস্বাভাবিক। আমার বাবা জানেন না, আর কতদিন আমার ভাইকে টানতে পারবেন।

বাবা বলেন, "আমি আর পারছিনা"। এমনো হতে পারে। শেষ পর্যন্ত আর পারছেন না আমার বাবা। তারপরেও দুচোখে অনেক স্বপ্ন আমাদের।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.