আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিজীবিদের গালাগাল করেন, তাই না?



১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানেরা শহীদ হন। এরপর আর বুদ্ধিজীবি পাবেন কি করে? বঙ্গবন্ধু এসে বললেন, এরা কি পড়ালেখা করছে, এরাতো যুদ্ধ করছে, সব এমনিতেই পাশ। এখনোতো মুক্তিযোদ্ধার পোলাপান-নাতিপুতি হইলে পড়ালেখা করা লাগে না, এমনেই চাকরী পায়। বঙ্গবন্ধুর ভুল ধরছি বইলা এখন আমারে গাইল দিয়েন না। বঙ্গবন্ধুর ছবি দেয়ালে লাগাইনা, উনার মূর্তিও বানাই না।

বঙ্গবন্ধুরে হৃদয়ে রাখি উনার অবদানের জন্য, উনিতো আর নবী ছিলেন না যে ভুল হবেনা। হয়তো আমার কথার থেকে চাটুকারদের কথা অনেক মিষ্টি। বুয়েট থেকে পাশ করছি ৪ বছর হল। দেশ সেবার জন্য আর্মিতে গেলাম, ঐখানে চাকরীর সময় আমারে "ব্লাডি ইন্টেলেকচুয়াল" বইলা গালাগাল করত। আইসা দেশের, দেশের মানুষের ভালো হবে, এইরকম একটা কারখানা খুলব ভাবলাম।

আমি কেন, কেউই খুলতে পারবে না। ১ বছর ধইরা নতুন গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ। কারখানা খোলার থেকে সহজ কাজ, চাকরী করা। তাই করি। এর থেকে বিদেশ চলে গিয়ে ব্লগ লিখব।

তা না হলে, কবে কে এসে ডেকে নিয়ে গিয়ে জবাই করে দিবে ... কিন্তু তবুও যেটা সত্য, যেটা ন্যায়, সেটাই বলব। সত্য বলার লোকের এখন অনেক অভাব। দেশের জন্যই নিজেকে রক্ষা করতে হবে। আপনারা গালাগাল করলেও বিদেশে গিয়ে হলেও সত্য বলতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.