ঘাস ফড়িং এর স্বপ্নমালা
মিথ্যে কথার ফুলঝুরিতে
সাজিয়েছো বাগানটাকে
ভাসিয়েছ তরী তোমার
উজবুকদের মাথার পরে।
ভাবছ তুমি সবজান্তা
বিশেষভাবে অজ্ঞ হয়ে
সব বিষয়ে বলছ কথা
টক শোয়েতে মগ্ন রয়ে।
আর পারি না আর পারি না
মাথাটা আজ ঘুরছে ভীষন
কে যে অচল বুঝছি না আর
আমি নাকি ঐ বিভীষণ।
বেকুব আমি বেকুব তুমি
বেকুব পাড়ার ঐ ছাগুটা
সত্যটাকে আড়াল করে
বোকার মত সাঁতার কাটা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।