হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে গতকাল নৌ-দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। মাছধরা একটি ট্রলারের সঙ্গে ঘাটে নোঙর করা সি-ট্রাক ও পন্টুনের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন_ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শরীফ ও রিয়াজ।
পুলিশ জানায়, রামগতির নাহিদ মাঝির ইঞ্জিনচালিত ট্রলারে করে নয়জন জেলে হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরছিলেন। জেলেরা ট্রলারসহ ভোরে চেয়ারম্যান ঘাটের কাছাকাছি অবস্থান করার সময় বাতাস ও জোয়ারের তোড়ে ট্রলারটি ঘাটে নোঙর করা একটি সি-ট্রাক ও পন্টুনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একপর্যায়ে ট্রলারটি সি-ট্রাক ও পন্টুনের নিচের অংশে আটকে যায়। এ সময় সাত জেলে ট্রলার থেকে উঠতে সক্ষম হলেও শরীফ ও রিয়াজ নিখোঁজ হন। দুপুরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।