আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই ভোট দেবেন পড়বে নৌকায় : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোট যেখানেই দেওয়া হোক, তা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় পড়বে। আর এমন নির্বাচন বিএনপি মানবে না, জনগণ এ ফাঁদে পা দেবে না। নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েক সপ্তাহ মাত্র সময় আছে। এর মধ্যে সংগঠিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে আর কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, এ সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে শেষ চেষ্টা চালাতে হবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের '৬ষ্ঠ কারামুক্তি দিবস' উপলক্ষে গতকাল সকালে এক আলোচনা সভা ও লন্ডনে তার দেওয়া বক্তব্যের ওপর ভিডিও প্রদর্শনীতে যোগ দিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণের সভাপতি আলী রেজাউর রহমান রিপন, উত্তরের সভাপতি ইয়াসিন আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বসা নিয়ে উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিএনপির মুখপাত্র বলেন, এতদিন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে বিরোধী দলকে সম্পৃক্ত করে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বললেও এখন দেখছেন এতেও কাজ হবে না। তাই তার অধীনেই নির্বাচন করার কথা বলছেন। তবে এ নির্বাচনে ভোট যেখানেই দেওয়া হোক তা নৌকায় যাবে। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে বলেছিলেন, নির্বাচনকালে সংসদ ভেঙে দেবেন, ছোট একটি মন্ত্রিসভা থাকবে, বিরোধী দল চাইলে মন্ত্রিসভায় থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এখন সবকিছু থেকে সরে গেছেন। কারণ তিনি জানেন, কোনো কিছুতেই কাজ হবে না। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বদ্ধ ঘরে স্লোগান দিলে হবে না। রাজপথে ছড়িয়ে পড়তে হবে। রাজপথ যেদিন নিয়ন্ত্রণে নিতে পারব, সেদিনই বিজয় নিশ্চিত হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি তাদের ক্ষমতায় বসিয়ে দিতে বলছে না। অবাধে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার চাইছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.